Tuesday, May 28, 2013

Q & A

ফেসবুকে প্রথম প্রথম যখন ফ্রেন্ড রিকুয়েস্ট আসতো, তখন বেশ ভালই লাগতো। "বাহ! আমি অনেক ফেমাস!" টাইপের ভালো। ধীরে ধীরে ফ্রেন্ডলিস্ট বড় হতে লাগলো। একটা সময় আবিষ্কার করলাম জুকারবার্গ ভাই ৫০০০ ফ্রেন্ডের একটা কোটা সেট করে দিয়েছে সব একাউন্টে। চিন্তায় পরে গেলাম। কি করা যায়? তারপর নতুন আরেকটা একাউন্ট ওপেন করলাম। সেটাও কয়েকদিন পর ভর্তি হয়ে গেলো। প্রথম প্রথম ব্যাপারটা খুব মজার ছিল। কিন্তু বিপত্তি ঘটা শুরু হলো যখন ফেসবুক এর চ্যাটিং অপশনটা অন করি। সবাই নক করা শুরু করলো যখনি আমি অনলাইন হই। ফ্যান এবং ফ্রেন্ড দের যাবতীয় প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে আমার কোনই অসুবিধা নাই কিন্তু কয়েকদিন পর যেই ঝামেলাটা শুরু হলো সেটা হলো, ব্রাউসার ক্র্যাশ করা শুরু করলো! একসাথে এত মানুষ নক করে যে ব্রাউসার সেটা হ্যান্ডেল করতে পারছিলনা! মজার ব্যাপার হলো সবার প্রশ্ন একই ধরনের। কিন্তু আলাদা ভাবে উত্তর দিতে হয়। আবার যাদের উত্তর দেই না, তারা মাইন্ড খায়। কি মুশকিল! অনেক চিন্তা ভাবনা করে আমি তখন একটা নোট লিখলাম। সেখানে কিছু 'কমন' প্রশ্নের উত্তর লিখে রাখলাম। কেউ সেই ধরনের প্রশ্ন করলেই নোট এর লিংক টা দিয়ে দিতাম। ঝামেলা শেষ (আইডিয়াটা অনেক আগে দেখা হুমায়ুন আহমেদ এর একটা নাটক থেকে নেয়া)।  আজ হঠাত আমার পুরনো নোটগুলো ঘাটাঘাটি করতে গিয়ে সেটা খুঁজে পেলাম। নিচে সেই নোটটা বর্তমান প্রশ্নের পরিপ্রেক্ষিতে এডিট করে দিয়ে দিলাম। আশাকরি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখানে পাবেন।

আপনি কেমন আছেন?
গ্রেট

আপনার শরীর কেমন?
ছি ছি ... এসব কি ধরনের প্রশ্ন? তোমাদের কি বাপ ভাই নাই?

সার্জারী কেমন হলো?
ঐটাতো ডাক্তার জানে, আমিতো অজ্ঞান অবস্থায় ছিলাম। দেখতে পারি নাই

কি করছেন?
ফেসবুকে চ্যাটিং করছি! :-/

আপনার প্রিয় মিউসিশিয়ান কে?
আমি

আপনার প্রিয় ব্যান্ড কোনটা?
আমার ব্যান্ড?

বিদেশে আপনার প্রিয় ব্যান্ড কোনটা?
নাই ... বিদেশে যখন আমার ব্যান্ড যায়, তখন আমার ব্যান্ড

ভৌতিস্ট কবে রিলিস হবে?
জানিনা

ভৌতিস্ট এর কাজ কতটুকু বাকি?
২টা এপিসোড ছাড়া সব শেষ।

অনেক অনেক বছর আগে বলসিলেন ভৌতিস্ট রিলিজ হবে শীঘ্রই, এখনো কোনো খবর নাই কেন? আপনারা মিথ্যুক। আপনাদের কথার কোনই দাম নাই। দেখুমনা ভৌতিস্ট। আপনারা ফালতু!
হাহাহা। আমি এটা নিয়ে এই মুহুর্তে একদমই চিন্তিত না। কারন কি জানেন? ..... অনেক অনেক আগে আমাদের রাজনীতিবিদরা বলেছিলো আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে। কোনো সমস্যা থাকবেনা। সবাই সুখে শান্তিতে বসবাস করবো। তাই এদের কথা শুনে এবং বিশ্বাস করে আপনারা (ইনক্লুডিং মি) প্রতিবার ভোট ও দিয়েছেন। তারপর সব দলই ক্ষমতায় যাবার পর তাদের কথা রাখেনি। আপনারা তাদের তখন গালাগালি করেছেন। তারপর পরবর্তী নির্বাচনের সময় ঠিকই তাদেরই আবার ভোট দিয়েছেন। আমার কি ধারণা জানেন? যত যাই হোক না কেন, আমি যাই বলি না কেন, ভৌতিস্ট রিলিজ হবার পর আপনারা ঠিকই দেখবেন। কারণ আমরা খুবই দয়াবান, ফ্রেন্ডলি এবং গোল্ডফিশ এর  থ্রি সেকন্ড মেমরি মিথ এর মত ভুলোমনা জাতি। আমরা ইন্টারনেট এ তিতা, ভোটকেন্দ্রে মিষ্টি! :-)

কোন চ্যানেল এ ভৌতিস্ট দেখাবে?
শিওর না

ভৌতিস্ট কয়টার সময় দেখাবে?
ইউ গটা বি কিডিং মি! .... জানিনা!

ভূত এফএম এ আসেন না কেন?
গত ২ বছরে আমার ৫ টা সার্জারী হয়েছে। দেশে ছিলাম অনেক কম। দেশে থাকলেও শুক্রবারে কনসার্ট অথবা শুটিং এর কাজে ঢাকার বাইরে থাকা হতো বেশিরভাগ সময়। তাই রেডিও তে অনেক কম যাওয়া হয়েছে

তাহলে কি আর আসবেন না?
অবশ্যই আসবো ইনশাআল্লাহ

অর্থহীন এর নেক্সট এলবাম কবে আসবে?
২০১৩ এর শেষে

আপনার ব্যান্ড এর নাম অর্থহীন হলো কেন?
অর্থহীন হলো কারন নাম রেখেছি অর্থহীন
না সুমন ভাই, সিরিয়াসলি বলেন।
আসলে ব্যাপারটা হলো কি .... সৃষ্টির আদিকাল আদিকাল থেকে যুগ যুগ ধরে আমাদের আসেপাশে যা আমরা দেখছি এ সবই তো অর্থহীন। একদিন আমাদের সবারই তো চলে যেতে হবে। তাই অনেক চিন্তাভাবনা করে আমার ব্যান্ডের এই নামকরন
ওহ! তাই?
নাহ! ফাপড় নিলাম। নামটা রাখসি হুদাই :-/

'সুমন ও অনিলা - ২' এলবাম কবে বাজারে আসবে?
২০১৩

কনসার্ট কম করেন কেন?
বেশি করতে ইচ্ছা করেনা

আপনদের নেক্সট কনসার্ট কবে?
নেক্সটে :-/

আপনি কখনো ভুত দেখেছেন?
ভুত কি জিনিস?

আপনি রাতের বেলাতেও সানগ্লাস পড়েন কেন?
আমি সানগ্লাস পরিনা। 'ভাবগ্লাস' পরি। ইটস ফর 'ভাবস' ... নট 'সান' :-/

এত ভাব নেন কেন?
কারণ আমার যে অনেকগুলা ভাবগ্লাস!

ফেসবুকে মেসেজ করলে রিপ্লাই দেন না কেন?
প্রতিদিন ১০০+ মেসেজ আসে। সবগুলা পরা অথবা রিপ্লাই দেয়া পসিবল না।

আপনি এত শুকালেন কিভাবে?
প্রতিদিন ৪ ঘন্টা ওয়ার্কআউট এবং আমার 'ইনসেইন ডায়েট প্ল্যান

ইনসেইন ডায়েট প্ল্যানটা কি বলবেন? তাহলে অনেকের উপকার হইতো?
না ... আমাকে কি ফাদার টেরেসা মনে হয়?

মিউজিক কি আপনার প্রফেশন নাকি হবি?
একটাও না ... মিউজিক আমার প্যাশন

ফেসবুকে আপনাকে নক করলে আনসার দেন না কেন?
একসাথে অনেকে নক করে, সবাইকে আনসার দেয়া পসিবল না

ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন একটা কষ্ট করে? আমি পাঠাতে পারছিনা।
ফ্রেন্ডলিস্ট ফুল। জুকারবার্গ ভাই ৫০০০ ফ্রেন্ডের কোটা দিয়ে রাখসে

কি ব্যাপার ভাই? কতগুলা মেসেজ পাঠাইলাম, একটারও তো উত্তর দিলেন না। অনেক বড় সেলেব্রিটি হয়ে গেসেন, তাই না?
জ্বি, ঠিক তাই

আপনি কি অনেক মুডি?
এই আনসার টা দিবোনা

কেন?
কারণ মুড মারতেসি। বাই দ্যা ওয়ে, জিলাপি আমার খুব পছন্দ।

জিলাপির কথা বললেন কেন? আমিতো আস্ক করি নাই
তোমরা ইচ্ছামত প্রশ্ন করবা আর আমি ইচ্ছামত আনসার দিতে পারবোনা? আজব!

অনেকে বলে আপনি নাকি অনেক সুইট?
জ্বী ... কথা সত্য। আমার নিজের হাতে বানানো কফিতে চিনি পর্যন্ত দিতে হয়না .. এমনিতেই মিষ্টি হয়, আমি এতটাই সুইট। ইনফ্যাক্ট আমার পায়ে বানানো কফিও অনেক মজার

হাহাহা। আপনি অনেক মজার মানুষ 
জ্বী। আমি ভাত খাবার সময় চামচ দিয়ে খাই। যদি ভুলে নিজের আঙ্গুল খেয়ে ফেলি তাই .... আমি এতটাই মজার!

আপনি অনেক সুন্দর বেজ বাজান। আমাকে কি কিছু টিপস দেয়া যায়?
ছি! তোমাকে টিপবো কেন? এটা কেমন কথা!

আপনার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? 
আমার ছেলে আর মেয়ে

সুমন ভাই, আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন?
অবশ্যই!
আই লাভ ইউ!
বাহ! আমাদের মধ্যে কি চমতকার মিল! আই লাভ মি টু!

আপনি এত খারাপ কেন?
থ্যাঙ্কস এ লট! আই ট্রাই মাই বেস্ট :D

আপনি কি আস্তিক নাকি নাস্তিক?
আমি আস্তিক। আমি হজ পর্যন্ত করেছি। কিন্তু ব্লগ লিখি মাঝেমধ্যে

তাহলে নামের শুরুতে 'হাজী' লিখেন না কেন?
ইসলাম ধর্মে এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই

আস্তিক - নাস্তিক নিয়ে কিছু লিখবেন না?
ইনশাল্লাহ লিখবো ভবিষ্যতে

দেশের পরিস্থিতি নিয়ে কিছু বলবেন?
জ্বি .... "কিছু" .... হ্যাপী নাও?


যাই হোক ... এরকম আরো অনেক প্রশ্নের সম্মুখীন হই। মাথায় আরো কিছু আসলে ভবিষ্যতে আবার লিখব। সবাই ভালো থাকবেন। 

Wednesday, May 22, 2013

ফেস-বাংলা

ফেসবুক একটা চমতকার ভার্চুয়াল প্লেস। এখানে নানা ধরনের 'এক্সপেরিয়েন্স' হয় আমার। স্ট্যাটাস, কমেন্ট, লাইক, গেম রেকুয়েস্ট, আরো কত কি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ধরনের আজব জিনিস হলো কিছু কিছু ফেসবুক ফ্রেন্ড অথবা ফলোয়ার এর 'অদ্ভুত' এক ধরনের ভাষার কনভার্সেশন। এই ভাষা কিভাবে আবিষ্কার হলো সেটা আমার জানা নেই, কিন্তু এই ভাষা হজম করাটা আমার জন্যে ইদানীং বেশ দুষ্কর হয়ে দাড়াচ্ছে। আমি যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। ব্যাপারটা পছন্দও করি। জন কেইজ (ব্ল্যাক ব্যান্ড এর প্রাক্তন ভোকালিস্ট জন এর সাথে তাঁর কোনো সম্পর্ক নেই) এর একটা কথা আমার খুব ফেভারেট, "I can't understand why people are frightened by new ideas. I'm frightened of old one"... জ্বী, নতুন নতুন জিনিসকে আমি স্বাগত জানাই। কিন্তু তারপরও আমিতো নিতান্তই একজন মানুষ। সব ধরনের নতুন জিনিস 'হজম' করার ক্ষমতা আমার নেই। মুখের মধ্যে সুপারি আর চুয়িংগাম রেখে চাবায় চাবায় বাংলা গান গাওয়াকেও স্বাগত জানিয়েছি আমি। কিন্তু, এই নতুন ধরনের ফেসবুকীয় ভাষাটা কেন জানি একটু বদহজমের সাথে সখ্যতা গড়তে সাহায্য করছে ইদানীং। এটাকি বয়সের দোষ? নাহ! মনে হয় না। কে জানি বলেছিল 'লাইফ স্টার্টস এট ফরটি'... এটা মনের দোষ। মনের গুন ও বলা যেতে পারে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মত একটা ব্যাপার। দোষ অথবা গুন যাই হোক না কেন, ব্যাপারটা নিয়ে চিন্তা করা যেতেই পারে। তাছাড়া ব্লগ লেখার একটা মজার ব্যাপার হলো যা মাথায় আসে সেটাই লেখা যায় (না ... মানে ... ইয়ে)। আমার কাছে মাঝে মাঝে ফ্যান মেইল আসে (জ্বী, আমি ফেমাস সেলিব্রিটি, বিশ্বাস না হলে গুগল করেন), সেখানে এই ধরনের লেখা থাকে ... 'Sumon "Viha" kaman asan?'  ওকে ... আমাকে একটু বোঝান ... হোয়াট দ্যা হেল ইজ 'VIHA'???  শুধু viha ই নয়, এই শব্দের আরো অনেক ধরনের বানান আছে, (জ্বী, এইটা একটা ওপেন সোর্স ডিকশনারি), যেমন... vaya, vhaiya, vbaya, viya, biya, baiya, আরো অনেক কিছু। গত বছরের একটা ঘটনা, আমার এক মেয়ে ফ্রেন্ড এর স্ট্যাটাস, "amar ekta vagina hoyese. sobai doya korban"!!!! স্ট্যাটাস টা পড়েই সাথে সাথে তাকে প্রাইভেট মেসেজ করলাম। "ঐ, এইটা কি লিখসো? এক্ষুনি বানান চেঞ্জ কর!" যাইহোক, তাকে বেশ কিছুক্ষণ ধরে বোঝাতে হলো তার ভুলটা কোথায়!

একটি ঘটনা দিয়ে আজকের লেখা শেষ করছি। কয়েকদিন আগে ফেসবুকের টাইমলাইন এ দেখলাম একজন তার নিজের একটা ছবি আপলোড করেছে ৷ ছবিতে তার চেহারা দেখা যাচ্ছেনা ৷ শুধু ঠোটের ছবি ৷ সে একটি স্ট্রবেরি খাচ্ছে ৷ ছবির নিচে লেখা "itzz Time 4 my et Strawberry.........!! Yam Yame..... :P" (জ্বী, হুবহু এটাই লেখা ছিল, আমি কপি/পেস্ট করলাম)!

আমার এই ধরনের বদহজম সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কিছু কথা বলার আছে! আজকে নাহয় বলেই ফেলি ....

শোনো সোনামনিরা ... প্রথমত, ইংরেজি ফন্টে বাংলা ভাষায় মনের ভাব অবশ্যই প্রকাশ করো, কিন্তু একটু বুইঝা করলে ভালো হয়। নিজের ভাগিনাকে আইডেন্টিটি ক্রাইসিসে ফালানোর কোনো দরকার নাই। দ্বিতীয়ত, ইংরেজি না জানার মধ্যে লজ্জার কিছু নাই! তুমি ইংরেজি ফন্ট ব্যবহার করেও সুন্দর ভাবে বাংলা লিখতে পারবে! তোমার বন্ধু বান্ধবীরা ইংরেজি লেখে বলে তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে ১৩ মিনিট চিন্তা করে স্পেলিং আর গ্রামার এর গো* মেরে তার উপর 'ইয়ো... আম ক্যুল' প্লাগিন মেরে এইসব পিতলা স্ট্যাটাস দিতে হবে না! এইসব 'ইংরেজি' দেখলে আমরা মোটেও ইম্প্রেস্ড হইনা, বরং মাথার চুল থেকে শুরু কইরা পাছার বা* এর গোড়া পর্যন্ত চুলকাইতে থাকে। তখন বারবার জীবনটা নিজের ব্যান্ডের নামের মত 'অর্থহীন' মনে হয়। শুধু তাই নয়, আমার তখন মনে হয় .... থাক! আর কিছু বললাম না! আমি বরং আজ যাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

 ফুটনোট: ধুর! পাউডার খুঁজতে হবে! চুলকাইতেসে এখনো!

Saturday, May 18, 2013

ডিজিটাল বাংলাদেশ?

নজিরবিহীন 'ইউটিউব ব্যান এবং আনব্যান করার অক্ষমতা'র পর শুনলাম এখন নাকি ইন্টারনেট আপলিংক ডাওনলিংক স্পিড নিয়া নতুন এক তামাশা শুরু হইসে? আমার এই ব্যাপারে অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন সিংগারা খাচ্ছি বিধায় পরে বলবো। এই মুহুর্তে আমার একটাই দাবী .... 'ডিজিটাল বাংলাদেশ' নামটা বদলিয়ে 'ডিজিবাল বাংলাদেশ' করা হোক। ধন্যবাদ।

Monday, May 6, 2013

ঈশপের গল্প (?)

ঈশপের লেখা রাখাল বালকের গল্পটা কি আপনারা জানেন? রাখাল বালক গ্রামবাসীদের সাথে হুদাই ফাপড় নিত। গ্রামে বাঘ না আসলেও গ্রামবাসীদের 'বাঘ বাঘ' বইলা ভয় দেখাইত। গ্রামবাসীরা বাঘ মারতে আইসা দেখত কোন বাঘ নাই। তারপর আসলেও একদিন বাঘ আসে।

যাইহোক, আমার ছোট ভাই অনেক আগে এই গল্পটা একটু ভিন্নভাবে লিখেছিল। সেই গল্পটা এখন আমি আরেকটু ভিন্নভাবে এখানে লিখলাম। গল্পের প্রথম অংশ আশাকরি আপনারা জানেন। তাই শেষ অংশটা দিলাম।

"অতঃপর গ্রামে একদিন আসলেও বাঘ আসিল ৷ ফাপড়বাজ রাখাল বালক 'বাঘ বাঘ' বলিয়া চিতকার করিবার পরেও গ্রামবাসী তাহাকে বেইল দিল না ৷ রাখাল বালক উপায়ান্তর না দেখিয়া একটি গাছে উঠিয়া গেল ৷ বাঘ রাখাল বালককে না খাইতে পারিয়া ফ্লপ মারিয়া গ্রামে ঢুকিল নতুন মুখের সন্ধানে ৷ অতি বুদ্ধিমান, মাতবর, অপ্রস্তুত গ্রামবাসীরা কিছু বুঝিবার আগেই বাঘ মামা তাহার ফ্রি বুফে লাঞ্চ (২০১ আইটেম, মোর ফুড আইটেম দ্যান ব্যাটন রুশয) তৃপ্তি সহকারে শেষ করিয়া ঢেকুর তুলিয়া বলিল, "আহ... দারুন খেলুম"! সৌভাগ্যবান ফাপড়বাজ রাখাল বালক গাছ হইতে নামিয়া পাশের গ্রামে গিয়া আশ্রয় নিল ৷ এন্ড দেন হি লিভস হ্যাপিলি এভার আফটার ৷



দ্যা মোরাল অব দ্যা স্টোরি: ফাপরবাজ রাই দীর্ঘজীবী

সোর্স: তৃতীয় বিশ্বের একটি দেশের সরকার ও বিরোধীদল সমূহ