Friday, June 7, 2013

ব্যর্থ উলঙ্গতার রক্তিম ব্যাকরণ

আমার খুব কাছের একজন মানুষ, ক্রিপটিক ফেইট এর ভোকালিস্ট / বেজিস্ট শাকিব, কয়েকদিন আগে আমাকে বলল, "সুমন ভাই, মানুষজন তো দেখি আমার লিরিক নিয়ে উল্টাপাল্টা কথা বলতেসে । তারা বলে আমার গানের কথা নাকি খুব সাধারণ। কঠিন কোনো শব্দ নাই।" এই কথাটা শুনে বেশ মজা পেলাম। আমাদের দেশে এক এক সময় এক একটা 'ট্রেন্ড' চালু হয়। হেভি মেটাল গান হইলে লিরিক হইতে হবে দাতভাঙ্গা টাইপ। মানে ঐসব কথা উচ্চারিত হইতে গেলে জিভে গিট্টু লাগতে হবে। দাত শিরশির করতে হবে। ৩/৪ বার গলা খাকারি দিতে হবে। নাইলে এইটা কোনো লিরিক হইলো?!? সাবজেক্ট হইতে হবে রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা যুদ্ধ। গানের ভেতর ছেলেটা দুখী নয়, সে চরম রাগান্নিত। তার আর কোনো কিছুই সহ্য হইতেসেনা। বার্স্ট করলো বইলা! মানে ভয়ঙ্কর অবস্থা!
আরেহ ভাই, আমিও তো ছোটবেলা থেকে হেভি মেটাল শুইনা বড় হইসি। তাই বইলা কি সারাক্ষণ কঠিন ভাষায় গান গাইতে হবে নাকি? আমরা তো ভাঙ্গা 'ট্রেন্ড' দিয়াই হিট হইসিলাম। আজকে এই 'ট্রেন্ড' আরেকজন ভাঙলে প্রবলেম কি? ছোটবেলাতে যখন পাড়ার মাস্তান হটায় নিজে মাস্তান হইতে পারসিলাম, এখন আমাদের ভাগায় দিয়ে অন্য কেউ আসতে পারলে আসুক না। এত দুক্ষ কিসের? যাইহোক, আমার দুক্ষ টা এখানে নয়, অন্য জায়গায়! আমার কথা হলো এইসব কথা যদি বুঝে কেউ বলত তাহলেও মানতাম। কঠিন কঠিন লিরিক অনেকেই বুঝে না। কিন্তু ভাব নেয় ভয়ঙ্কর! আহ কি ফিল। কত ডিপ! কূল ম্যান!

আমি বেশ কয়েক বছর আগে একটা লিরিক লিখেছিলাম। নিচে লিরিকটা দিলাম। দেখেনতো বুঝেন নাকি? আমি এই 'সিরিয়াস' লিরিকটার জন্যে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলাম, যার মাঝে কয়েকজন 'হেভি মেটাল' লিরিসিস্ট ও ছিল। সঙ্গত কারণে কোনো গানে এই লিরিক আমি ব্যবহার করিনি । একটু পরে দেখুন কষ্ট করে ...

চারিদিকে মৃত্যুময় ভ্রুণের হাহাকারে চিরন্তনের বোম্বেটে খেলা 
সদুর আলোর মাঝে শুরু হয় ধংসের রক্তপাত 
বিভীষিকাময় নির্লজ্জ বহুবৃহির কিংকর্তব্যবিমুরতা 
আমার আমার থেতলে যাওয়া চোয়ালের একপেশে লোঘু নির্মান 

প্রবেশপথে বিদ্রোহী শকুনের লোভাতুর চতুর্ভুজ 
খোজ! খোজ! খোজ! তাকে ধংশ কর নীলিমার পুঁজ 
আমার হাতের মুঠোয় তোমার বিকৃত ঘৃণার সমান্তরাল
উড়াল দেবে আকাশে ছিন্নভিন্ন অব্যক্ত আকাঙ্খার সর্বনাশ !

যাইহোক, যেটা বলছিলাম, এই লিরিকের অনেক প্রশংসা পাবার পরেও আমি লিরিকটি দিয়ে কোনো গান না বানানোর কারণ হলো এটা একটা ননসেন্স লিরিক! এই লিরিকের কোনো 'ইনার মিনিং' নাই। আমার মাথায় যা আসছিলো তাই লিখে দিসিলাম। কোনো সাবজেক্ট নাই। শুধু কিছু 'কঠিন', 'কুল', 'ভাবz-যুক্ত' শব্দের খিচুরী বিন্যাস। সুতরাং শাকিব, তোমাকে একটা কথাই বলব, "তুমি কোনো চিন্তা কইরনা, বাংলা ডিকশনারি আছে, কঠিন কঠিন শব্দ বের করো, তারপর যা আছে কপালে, কপি আর পেস্ট! voila!

হেভিমেটালের জয় হোক! জয় হোক সমালোচনার!

ফুটনোট: আমার এই ব্লগ পোস্টটির নাম টা কেমন? 'কূল' না? :-) 

Sunday, June 2, 2013

গল্প

আজ একটা গল্প শোনাই। বেশ কয়েক বছর আগের কথা। স্থান: নিউ ইয়র্ক। ঢালিয়ুড কনসার্ট। বিশাল স্টেজ। মনোরম পরিবেশ। অনেক মানুষ। বাংলাদেশের একজন সঙ্গীতশিল্পী স্টেজ এ উঠলেন গান পরিবেশন করার জন্য।

শিল্পী: স্টেজটা তো বড়ই সন্দর হইসে! ছমইতখার!

ভলান্টিয়ার: জ্বি। থ্যাঙ্ক ইউ। আপনাদের দোয়া :-)

শিল্পী: শুনো ... আমি কিন্তুক ৮ টার নিচে গান গামুনা কইলাম... আর আইজক্যা নাইচ্চা ফাটায় লামু। আর এই নতুন মাইকডাও ছমইতকার! মাথায় বাইন্ধা রাখলেই আওয়াজ আসে! কোনো তারের ঝামেলা নাই। তারের লগে আমার পা পেচাইয়া গিট্টু লাগার কিসু নাই! বুঝলা কিনা? হাহাহাহা

ভলান্টিয়ার: আপনে কোনো চিন্তা করবেন না। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন। স্টেজ এর সামনে যে কালো কাপড় দিয়ে ঢাকা আছে ঐখানটায় যাবেন না কিন্তু।

শিল্পী: আরেহ! তুমি কুনু সিন্তা কইরোনা ... আমি হলাম গিয়া ফ্রপেশনাল! বুঝসো?

ভলান্টিয়ার: জ্বি জ্বি হে হে অবশ্যই অবশ্যই 

শিল্পী: দর্শকমন্ডলি! আমি অহন ফকির আলমগীর ভাইয়ের একডা গান গাব। ও সখিনা গেসোস কিনা ভুইল্যা আমারে! ও সখিনা গেসোস কিনা ভুইল্যা আমারে! আমি অহন ... আমি অহন রিশকা সালাই-ই-ই-ই-ই ...... বুম#$$% ... ব্নহ্র্যং$$% ... ভাগা $%^ভাগা ... ডিং ...ক্র্যং *#$%&ওরে আল্লাহ রে! মাজাডা গেল রে!@#$&^!

ভলান্টিয়ার: ওই ওই ভাই রে ধর! পইরা গ্যাসে! পইরা গ্যাসে!! স্টেজ এর সামনের ফুটা দিয়া পইরা গ্যাসে!!

আমাদের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তখন স্টেজ এর নিচ থেকে চিতকার করতে থাকলেন। তার মাথায় ছিলোনা যে ওয়ারলেস হেড সেট মাইক পরিহিত অবস্থায় কথা বললে সেটা গানের মতই অডিটরিয়াম এর সবাই শুনতে পাবে। সবার কানে ভেসে আসলো নতুন ধরনের একটি গান ... শুয়ারের বাইসস্যা! কুত্তার বাইসস্যা! কোন হারাজাদায় স্টেজ এর মাইযখানে ফুডা কইরা থুইসে! *&^%$#%^&শুয়ারের বাইসস্যা! কুত্তার বাইসস্যা!@&^$#@

যাইহোক, গল্পটা বরং এখানেই শেষ করা যাক।

ফুটনোট: আমেরিকার একটি অনুষ্ঠানে এরকম একটা ঘটনা কিন্তু আসলেও ঘটেছিল। আমি একটু নিজের মত করে বললাম। সঙ্গত কারণেই আসল জায়গার নাম এবং শিল্পীর নামটা বলা গেল না। নতুবা আমার কাছে হয়তবা ফোন চলে আসবে, "শুয়ারের বাইস্সা! কুত্তার বাইসস্যা!...." 

যাইহোক, সবাই ভালো থাকবেন।