Tuesday, December 31, 2013

জি-সেভেন

সুমন ভাই, কেমন আছেন?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় আমাকে জিজ্ঞেস করতেসো আমি কেমন আছি? :(

সুমন ভাই, গেম অফ থ্রোন্স দেখেছেন?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় এইসব টিভি সিরিজ নিয়ে আলাপ শুরু করসো? :(

সুমন ভাই, কফি খাওয়ান
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় কফি খাইতে চাও? :(

সুমন ভাই, নেক্সট কনসার্ট কবে?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় কনসার্ট দেখতে চাও? :(

সুমন ভাই, ভৌতিস্ট কি বের হবে না?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় ভৌতিস্ট দেখতে চাও? :(

সুমন ভাই, আপনার টেলিফোন নাম্বার টা দিবেন প্লিজ?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় আমার ফোন নাম্বার চাও?:(

সুমন ভাই, ৫০ টাকা হবে? আমি একটু ব্রোক আছি
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় টাকা চাও? :(

সুমন ভাই, আপনার জন্যে ডাবল বিফ চিজ বার্গার এনেছিলাম। একটু খাবেন প্লিজ?
অবশ্যই অবশ্যই! থ্যাঙ্ক ইউ। :D
তো দেশের অবস্থা কেমন মনে হচ্ছে? :-/
(বার্গার খেতে খেতে) আই লাভ মাই কানট্রি! উই শুড হ্যাভ বিন এ পার্ট অফ জি-সেভেন! বার্গার কি আর আছে?