Saturday, January 11, 2014

হাগু :')

হাগতে থাকো ডাইনে বামে
হাগো যত খুশি
হাগতে থাকো উপর নিচে
মুখে নিয়ে হাসি
হাগতে থাকো ঘুমের ভিতর
স্বপ্নমুখর রাতে
হাগতে থাকো দিনের বেলা
অফিস আদালতে
তোমাদের এই টাটকা হাগু
আর কোথায় পাই
হাগু শিল্পে তোমাদের যে
কোনই জুড়ি নাই
মঞ্চে উঠে মাইক টা নিয়ে
হাগু চালিয়ে যাও
রাজনীতির এই মোড়কে মোদের
আরো হাগু দাও

Saturday, January 4, 2014

ওয়াল্টার হোয়াইট

এক দেশে ছিল এক শিক্ষক 
নাম ছিল তাঁর ওয়াল্টার হোয়াইট
করতনা সে কোন দুষ্টুমি
করতনা সে কখনো ফাইট

হথাত ধরা পড়লো তাঁর ক্যান্সার
আলো ছিঁড়ে নামলো যে আঁধার
ব্যাঙ্ক ব্যাল্যান্স ছিল যে তাঁর কম
কিভাবে চলবে তাঁর সংসার!

ছিল তাঁর এক ভায়রা ভাই
ছিল হ্যাঙ্ক শ্রেডার নাম তাঁর
ছিল সে বড় ডি-ই-এ এজেন্ট 
মেথ বিজনেসম্যান দের হাহাকার

ওয়াল্টার হোয়াইট গেল একদিন তাঁর সাথে
একটি মেথ ল্যাব এ রেইড দিতে
জানলো মেথ বিজনেসে অনেক টাকা
মাথায় ঢুকল তাঁর নতুন পোকা

মৃত্যু হবে যে শীঘ্রই তাঁর
কি হবে তাঁর ফ্যামিলির ফিউচার
মেথ বিজনেসে হবে অনেক লাভ
কম সময়ে হবে টাকার পাহাড়

সে ছিল নামকরা কেমিস্ট
জানত সে কেমিস্ট্রির ম্যাজিক
যদি সে কখনো বানায় মেথ
হিট হবে সেটা সারা দেশ!

এক দেশে ছিল এক মেথ ব্যাবসায়ি
নাম ছিল তাঁর জেসি পিঙ্কম্যান
সারাদিন শুধু বলত সে 'ইয়ো বিচ'
সে ছিল ওয়াল্টার হোয়াইট এর স্টুডেন্ট

ওয়াল্টার হোয়াইট গেল পিঙ্কম্যানের কাছে
প্ল্যান তাঁর নতুন বিজনেস হবে
বানাবে তারা টপ অফ দ্যা লাইন মেথ
বাকি বিজনেসম্যানদের মাথা হেট

তারপর যা হল, তা এক রূপকথা
হয়ে গেল তারা হিট জুড়ে অ্যামেরিকা
ওয়াল্টার হোয়াইট এর নামটাই গেল বদলে
সবাই তাকে হাইজেনবার্গ ডাকে

নামটাই শুধু বদলায়নি তাঁর
চরিত্রেরও বেজে গেছে বারোটা
সারাদিন শুধু মাথার ভেতর টাকা
ভালোমানুষি কে দিয়ে দিল সে ছ্যাকা

হাইজেনবার্গ ওরফে ওয়াল্টার হোয়াইট
হি ইজ দ্যা ম্যান, হি ইজ দ্যা ডেঞ্জার
টাক মাথায় পড়ে সে এখন হ্যাট
হি ইজ সো 'ব্রেকিং ব্যাড'

ওয়াল্টার এর বউ স্কাইলার হোয়াইট
ঘুম আসেনা তাঁর ডে অ্যান্ড নাইট
জামাইকে নিয়ে তাঁর অনেক ভয়
তারপর ভয়ে ভয়ে একদিন সে কয়

হে আমার প্রিয় ওয়াল্টার
তুমি আর নেই সে তুমি
তোমার এখন সব খারাপ কারবার
ছেঁড়ে চলে যাও আমাদের, ছাড় মাতৃভূমি

ওয়াল্টার বলে আমিতো অনেক ব্যাড
আমি পরি কাল হ্যাট আর বানাই মেথ
আমি আর কোন দেশে যাব?
কোথায় গেলে আরো ব্যাড হব?

স্কাইলার বলল যাও তুমি বাংলাদেশ
ছেড়ে দাও বানানো এই মেথ
সেখানে গিয়ে কর পলিটিক্স খালি
পাবে প্রশংসা, পাবে হাততালি

হাইজেনবার্গ ছেড়ে দিল মেথ বিজনেস
হি ইজ স্টিল ব্রেকিং ব্যাড
খাচ্ছে সে আমাদের বাংলাদেশ
পলিটিক্স এর কাছে শিশু সেই 'মেথ'