Wednesday, May 22, 2013

ফেস-বাংলা

ফেসবুক একটা চমতকার ভার্চুয়াল প্লেস। এখানে নানা ধরনের 'এক্সপেরিয়েন্স' হয় আমার। স্ট্যাটাস, কমেন্ট, লাইক, গেম রেকুয়েস্ট, আরো কত কি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ধরনের আজব জিনিস হলো কিছু কিছু ফেসবুক ফ্রেন্ড অথবা ফলোয়ার এর 'অদ্ভুত' এক ধরনের ভাষার কনভার্সেশন। এই ভাষা কিভাবে আবিষ্কার হলো সেটা আমার জানা নেই, কিন্তু এই ভাষা হজম করাটা আমার জন্যে ইদানীং বেশ দুষ্কর হয়ে দাড়াচ্ছে। আমি যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। ব্যাপারটা পছন্দও করি। জন কেইজ (ব্ল্যাক ব্যান্ড এর প্রাক্তন ভোকালিস্ট জন এর সাথে তাঁর কোনো সম্পর্ক নেই) এর একটা কথা আমার খুব ফেভারেট, "I can't understand why people are frightened by new ideas. I'm frightened of old one"... জ্বী, নতুন নতুন জিনিসকে আমি স্বাগত জানাই। কিন্তু তারপরও আমিতো নিতান্তই একজন মানুষ। সব ধরনের নতুন জিনিস 'হজম' করার ক্ষমতা আমার নেই। মুখের মধ্যে সুপারি আর চুয়িংগাম রেখে চাবায় চাবায় বাংলা গান গাওয়াকেও স্বাগত জানিয়েছি আমি। কিন্তু, এই নতুন ধরনের ফেসবুকীয় ভাষাটা কেন জানি একটু বদহজমের সাথে সখ্যতা গড়তে সাহায্য করছে ইদানীং। এটাকি বয়সের দোষ? নাহ! মনে হয় না। কে জানি বলেছিল 'লাইফ স্টার্টস এট ফরটি'... এটা মনের দোষ। মনের গুন ও বলা যেতে পারে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মত একটা ব্যাপার। দোষ অথবা গুন যাই হোক না কেন, ব্যাপারটা নিয়ে চিন্তা করা যেতেই পারে। তাছাড়া ব্লগ লেখার একটা মজার ব্যাপার হলো যা মাথায় আসে সেটাই লেখা যায় (না ... মানে ... ইয়ে)। আমার কাছে মাঝে মাঝে ফ্যান মেইল আসে (জ্বী, আমি ফেমাস সেলিব্রিটি, বিশ্বাস না হলে গুগল করেন), সেখানে এই ধরনের লেখা থাকে ... 'Sumon "Viha" kaman asan?'  ওকে ... আমাকে একটু বোঝান ... হোয়াট দ্যা হেল ইজ 'VIHA'???  শুধু viha ই নয়, এই শব্দের আরো অনেক ধরনের বানান আছে, (জ্বী, এইটা একটা ওপেন সোর্স ডিকশনারি), যেমন... vaya, vhaiya, vbaya, viya, biya, baiya, আরো অনেক কিছু। গত বছরের একটা ঘটনা, আমার এক মেয়ে ফ্রেন্ড এর স্ট্যাটাস, "amar ekta vagina hoyese. sobai doya korban"!!!! স্ট্যাটাস টা পড়েই সাথে সাথে তাকে প্রাইভেট মেসেজ করলাম। "ঐ, এইটা কি লিখসো? এক্ষুনি বানান চেঞ্জ কর!" যাইহোক, তাকে বেশ কিছুক্ষণ ধরে বোঝাতে হলো তার ভুলটা কোথায়!

একটি ঘটনা দিয়ে আজকের লেখা শেষ করছি। কয়েকদিন আগে ফেসবুকের টাইমলাইন এ দেখলাম একজন তার নিজের একটা ছবি আপলোড করেছে ৷ ছবিতে তার চেহারা দেখা যাচ্ছেনা ৷ শুধু ঠোটের ছবি ৷ সে একটি স্ট্রবেরি খাচ্ছে ৷ ছবির নিচে লেখা "itzz Time 4 my et Strawberry.........!! Yam Yame..... :P" (জ্বী, হুবহু এটাই লেখা ছিল, আমি কপি/পেস্ট করলাম)!

আমার এই ধরনের বদহজম সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কিছু কথা বলার আছে! আজকে নাহয় বলেই ফেলি ....

শোনো সোনামনিরা ... প্রথমত, ইংরেজি ফন্টে বাংলা ভাষায় মনের ভাব অবশ্যই প্রকাশ করো, কিন্তু একটু বুইঝা করলে ভালো হয়। নিজের ভাগিনাকে আইডেন্টিটি ক্রাইসিসে ফালানোর কোনো দরকার নাই। দ্বিতীয়ত, ইংরেজি না জানার মধ্যে লজ্জার কিছু নাই! তুমি ইংরেজি ফন্ট ব্যবহার করেও সুন্দর ভাবে বাংলা লিখতে পারবে! তোমার বন্ধু বান্ধবীরা ইংরেজি লেখে বলে তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে ১৩ মিনিট চিন্তা করে স্পেলিং আর গ্রামার এর গো* মেরে তার উপর 'ইয়ো... আম ক্যুল' প্লাগিন মেরে এইসব পিতলা স্ট্যাটাস দিতে হবে না! এইসব 'ইংরেজি' দেখলে আমরা মোটেও ইম্প্রেস্ড হইনা, বরং মাথার চুল থেকে শুরু কইরা পাছার বা* এর গোড়া পর্যন্ত চুলকাইতে থাকে। তখন বারবার জীবনটা নিজের ব্যান্ডের নামের মত 'অর্থহীন' মনে হয়। শুধু তাই নয়, আমার তখন মনে হয় .... থাক! আর কিছু বললাম না! আমি বরং আজ যাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

 ফুটনোট: ধুর! পাউডার খুঁজতে হবে! চুলকাইতেসে এখনো!

41 comments:

  1. কি লেখনি বস্‌! !!! বাহ্‌বা !!

    ReplyDelete
  2. বাহ সুন্দর বলছেন !!! আই আম লাইকিং ইউর ব্লগ । ইউ নাউ হ্যাপি??
    আম ইউজিং বাংলা ফ্রন্ট , রাইটিং পর ইংরেজি ।
    এখন আপনার অনুভুতি কি??

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ফ্রন্ট না ভায়া... এটাকে "ফন্ট" বলে -_-

      Delete
  3. পাউডার কি পাওয়া গেলো শেষ পর্যন্ত ভায়া !!! :P :P :P

    ReplyDelete
  4. A very nice article written by you Sumon Bhai, I would like to say some people still wont get what's wrong in that line "amar ekta vagina hoyese. sobai doya korban"!!!!. Glad to see a post like this which indeed needed. Thank you

    ReplyDelete
  5. মজা পেলুম !!!! বাy the ওay . . . গুD নাIGHট :P :P :P

    ReplyDelete
  6. পুরাই অস্থির............

    ReplyDelete
  7. \\ধুর! পাউডার খুঁজতে হবে! চুলকাইতেসে এখনো!//

    ReplyDelete
  8. ধুর! পাউডার খুঁজতে হবে! চুলকাইতেসে এখনো! :P

    ReplyDelete
  9. Sumn mama

    Coron sondr hse. Tmr likar hat vlo. Sondr sondr lika amdr ophar deo.

    Iti tmr vagina

    ReplyDelete
  10. keu ki ache aktu chulkaya dao,,,,, lol

    ReplyDelete
  11. Tank yo biya..por yor nich atvice..B-)

    ReplyDelete
  12. ব্যাফুক!! ব্যাফুক!!!

    ReplyDelete
  13. "এইসব 'ইংরেজি' দেখলে আমরা মোটেও ইম্প্রেস্ড হইনা, বরং মাথার চুল থেকে শুরু কইরা পাছার বা* এর গোড়া পর্যন্ত চুলকাইতে থাকে।..." ভাই ভাল্লাগছে :-)

    ReplyDelete
  14. wemma wappa wemma wappa wemma wappa wemma wappa wemma wappa , in this jungle ,the mighty jungle The lion sleeps tonight :)

    ReplyDelete
  15. সুমন viha, সিরাম!!

    ReplyDelete
  16. viha এভাবে না কুপাইলেও পারতেন :D

    ReplyDelete
  17. ভাল লাগসে ভাইয়া।।

    ReplyDelete
  18. মাইয়া মানুষ যদি vagina আর ভাগিনার মধ্যে তফাৎ না করতে পারে,,,,,,
    এই সম্পর্কে আমার অনেক কিছুই বলার আছে। এখন বলতে পারবনা। কারণ আমি এখন "itzz Time 4 my et Strawberry.........!! Yam Yame..... :P" এই sentence এর অর্থ বের করার চেষ্টা করতাসি।
    শুধু ২টা কথা বলি,
    ১) এইসব চান্দের দেশের ভাষা use করা পাবলিকের মারে বাপ।
    ২) এতো টাকা দিয়া নেটে পার্ট না চোদায়া আগে ইংরেজি টা ভালো ভাবে শিখো। এর পর এইসব পিরিত মার্কা স্টেটাস দিও।

    ReplyDelete
  19. bohu age ekta photo dekhsilam.......... bassbaba, kamal bhai, ar mone hoy oni bhai.........

    oikhane ekkhan top comment "LOVE YOU GAYS"

    ReplyDelete
  20. অস্থির হইসে VIHA...

    ReplyDelete
  21. পম গানা
    উইথ পিতলা পন্ট
    B|

    ReplyDelete
  22. বাবা আপনার এই লেখাটি পড়ে আনন্দিত হইলাম।vagina সংক্রান্ত সমসসা আমার ফ্রেন্ড লিস্ট অনেকের আছে।

    ReplyDelete
  23. Chumon VIHA,apna kob condar lakan,VIHA apna laka cala zjjan :v

    ReplyDelete
  24. perfect blog, I also feel the same when i see the comments of your status, photos, etc...!!!!
    cheers brother...!!!

    ReplyDelete
  25. hahaha......kon powder ta use korben..

    ReplyDelete
  26. লল বাট ট্রু... ভাইগ্না কেইস টার কোন জুড়ি নাই :P :P ব্যাপার না... হা হা হা হা!!! :P

    ReplyDelete
  27. এভাবে যারা লেখে তাদের বলে মুরাদ টাকলা। এই পেজে গেলেই বুঝতে পারবেন।

    https://www.facebook.com/MuradaTakala

    ReplyDelete
  28. কি দেখলাম!!! পুরাই জখম...জখম!!! :D

    ReplyDelete
  29. oi k koi aso ustad re kew powder dao.....:D :D :D

    ReplyDelete
  30. বহুত আচ্ছা............পুরাই অস্থির

    ReplyDelete
  31. heavy moja pailam...ha ha ha.oshadharon likhsen bhai:)

    ReplyDelete
  32. এই ধরনের স্ট্যাটাস গুলোকে আমি আজকাল ব্যাপক বিনদন হিসাবে নেই। নিচের পেইজটি তাই আমার খুব প্রিয়। সুমন ভাই একবার দেখে আসবেন প্লিজ।

    http://www.facebook.com/MuradaTakala?fref=ts

    ReplyDelete
  33. ফাটাইয়া দিলেন ওস্তাদ :D

    ReplyDelete