Tuesday, November 19, 2013

একটি নন পলিটিকাল কবিতা (ইংরেজিতে যাকে বলে পোয়েম)

৩২ টা দাতের মাঝে আটকে গেল গোস্ত
এখন আমি করবো টা কি বলনা আমায় দোস্ত
গোস্ত যদি দাতেই থাকে পেটে যাবে কি?
খিদে যদি নাইবা মেটে অর্থহীন সবই

কাগু বলল মাংস বাজলে দিবো টুথপিক
হঠাত কাগুর চোখপালটি, বলে ধিক ধিক
এক গাছে দেখেছিলাম আপেল, কলা, মুলা
কাগু আজ শিখালো এক নতুন বিচির খেলা

এই বিচির নাই কোন বাপ, নাই কোন যে কোন মা
গাছ হবে নানা ফলের, জলপাই কি কলা
গোস্ত বেজে থাকে তবুও এই দাঁতেরই ফাঁকে
কাগুর খেলা দেখতে থাকি টুথপিকের অভাবে

Sunday, November 10, 2013

কথোপকথন-২

কয়েকদিন আগে কথোপকথন নামে একটা ব্লগ লিখেহিলাম। পাঠকরা ভালই মজা পেয়েছিল। তাই আরেকটা লিখলাম। আগের লেখাটার টাইমলাইন ছিল বেশ কয়েক বছরের। এটা বিগত কয়েক মাসের। তাই বেশি কিছু লিখতে পারলাম না।


#০১


*হ্যালো ভিহা (ভিহা মানে ভাইয়া)
*হু, বল
*আই জাস্ট বট এ ক্যাট!
*বাহ। গুড ফর ইউ :-/
*ইটস এ পাঞ্চড ফেস ব্লু অ্যান্ড হোয়াট আইড চিনচিলা পার্সিয়ান
*অ্যা! এইডা আবার কি? খায় না পিন্দে??? :-/
*উফ! ভিহা! ইটস এ ভেরি রেয়ার ব্রিড অফ ক্যাট! :D
*ওহ। ওকে। তা কত পরল?
*ফাইভ থাউজেন্ড ডলারস
*হোয়াট!!!
*ইটস এ লিটল বিট এক্সপেন্সিভ, বাট ট্রাস্ট মি! ইটস টোটালি ওরথ ইট!
*অ্যাঁ!!!
*ইটস সো অ্যাডরেবল!
*তুমি জানো? ৫০০০ ডলার দিয়া ৮ লাখ পিয়াজু কেনা যায়?
*হোয়াট?
*ইনফ্যাক্ট, তুমি চিটাগং এর পতেঙ্গা বিচে গেলে ১৬ লাখ পিয়াজু কিনতে পারতা!
*হোয়াট ইজ পিয়াজু ভিহা?
*(দীর্ঘশ্বাস)


#০২
*ভাই, সিগারেটটা না খাইলে হয় না
*কেন?
*এই বাসে তো সিগারেট খাওয়া যায় না
*ওহ, কিন্তু এটাতো সিগারেট না, এটা এয়ার ফ্রেশ্নার
*জী স্যার?
*কে জানি বার বার পাদ দিতেসে, তাই দুর্গন্ধ দূর করার জন্য সিগারেট ধরাইসি
*জী না মানে, স্যার আমরা ব্যাপার টা দেখছি আপনি একটু সিগারেটটা নিভিয়ে ফেলেন
*তাহলে আপনিও অই হালারে পাদ দিতে মানা করেন। গন্ধে নাকের বারান্দা খুইল্যা পইরা যাইতেসে!


#০৩

*সুমন ভাই, আমজনতা গানটার ইংরেজি একটা ভার্শন করলে জোস হইতো
*হু, কিন্তু আমজনতার ইংরেজি ওয়ার্ড কি হবে জানিনা
*কেন? ম্যাঙ্গ পিপল!
*নাহ, ম্যাঙ্গো বলা যাবেনা। নাশপাতি এর ইংলিশটা ইউজ কড়া যাইতে পারে
*নাশপাতি কেন?
*না মানে ব্রিটিশরা তো ধলা... আমের রঙ না।
*এইটা একটা কথা বললেন? লেইম!
*আরে নাহ! তুমি জানো না নাইজেরিয়া তে আমজনতা দের কি বলে?
*কি?
*জামজনতা
*মানে কি?
*হু। তারা অনেক কাল তো তাই
*উফ! সুমন ভাই আপনি কি খায়া ঘুমান রাতে
*আম :।


#০৪

*আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?
*শিয়র
*আপনি সারারাত জেগে থাকেন কেন?
*জ্ঞানি মানুষরা রাতে জাগে আর দিনে ঘুমায়... আমি জ্ঞানি
*তাই নাকি?
*হু
*এটা কে বলসে আপনাকে?
*ভয়ঙ্কর জ্ঞানি একজন মানুষ বলসে
*নামটা জানতে পারি?
*ঐ মানুষটা আমি নিজেই
*মানে কি?
*মানে আমি যেহেতু জ্ঞানি তাই আমি আমার নিজের কথা ঠিকমতো ফলো করার চেষ্টা করি। ছোটবেলায় শুনেছি  
  জ্ঞানি মানুষদের উপদেশের দাম দিতে হয়


#০৫
*সুমন ভাই! আস্তে গাড়ি চালান! আপনে তো পাগলের মত গাড়ি চালাইতেসেন!
*আরে ব্যাপারনা!
*স্পিড লিমিট ৩০ দেয়া আর আপনে ১২০ এ চালাইতেসেন!
*কে বলসে স্পিড লিমিট ৩০?
*ঐ যে সাইনবোর্ড দেখেন নাই একটু আগে?
*আশ্চর্য! কি বলতেসো এইসব? তুমি একটা মানুস হয়ে একটা সাইনবোর্ডের কথা কিভাবে পাত্তা দাও? তোমার কি
  কোন সেলফ এস্টিম বইলা কিছু নাই?


#০৬

*সুমন ভাই, দেশের পলিটিকাল সিচুয়েশন নিয়া একটা গান লিখেন না। সবাইরে ভইরা দেন!
*'আমজনতা' তো লিখলাম কয়েকদিন আগেই!
*আরে না সুমন ভাই। ঐরকম না! আরো ডিরেক্ট লিখেন! নাম মেনশন করেন!
*আরে নাহ! মাথা খারাপ!
*কেন সুমন ভাই? আপনারা না লিখলে কারা লিখবে?
*শোন ভাই, আমি এমনিতেই সিদ্ধ ডিম খুব একটা পছন্দ করি না। কিন্তু সিদ্ধ ডিম যদি খাইতেই হয় সেটা পিছন দিয়ে 
  না খেয়ে সামনে দিয়ে খাওয়াটাই আমি বেশি প্রেফার করব! :-/


ফুটনোটঃ উপরের ব্লগটি বাংলা ফন্ট ব্যাবহার করে বাংলা ভাষায় লেখা হয়েছে। আপনাদের যাদের কাছে বাংলা ফন্ট দিয়ে বাংলা লেখা (এবং লেখকদের) 'খ্যাত' মনে হয়, তারা দয়া করে আমার প্রোফাইলে আর ঢুকবেন না। আমার কোন গান শুনবেন না। আমার সাথে কোন যোগাযোগ রাখবেন না। আমাকে ক্রিটিসাইজ বা গালাগালিও করবেন না। কারন প্রথমতঃ আমি চাই না এই ধরনের বাংলাদেশি(?) দের সাথে কোনরকম সংস্পর্শে থাকতে এবং দ্বিতীয়তঃ যারা বাংলা ফন্টকে 'খ্যাত' মনে করে তারা সবাই খা*র পোলা এবং মাইয়া! ধন্যবাদ :-)

Thursday, November 7, 2013

একটি ডিহাইড্রেটেড কাউয়া আর কলসির ভিত্রের পানির গল্প...

অনেক অনেক আগের কথা। এক দেশে ছিল এক অতিমাত্রায় মাতবর কাক। সারাদিন শুধু মাতবরি কইরা বেড়াইত। যাউকগ্যা, একদিন কাকের অনেক পানি পিপাশা পাইসিলো, কিন্তু কোন এক অদ্ভুত অজ্ঞাত কারনে সে কোথাও পানি খুইজা পাইতেসিলো না (ডোন্ট আস্ক মি হোয়াই)! যাউকগ্যা, তারপর সে হঠাৎ দেখল একটা কলসি। কলসির ভিত্রে উঁকি দিয়া সে অন্ধকারের মধ্যেও কিভাবে জানি পানি দেখতে পাইলো (ডোন্ট আস্ক মি হাউ)! কিন্তু পানি অনেক নিচে, তার মুখ কলসির ভিতর ঢুকলেও পানির নাগাল পাইতেসিলো না। কিন্তু যেহেতু ঐ কলসি ছাড়া পৃথিবীর আর কোথাও পানি ছিল না, তাই সেই মাতবর কাক এক অভিনব বুদ্ধি বাইর করলো (ডোন্ট আস্ক মি হাউ), কলসির পাশে কে জানি অনেকগুলা ছোট ছোট পাথর রেখে গেসিলো। সে সেই পাথর একটা একটা কইরা কলসির মধ্যে ফেল্লো। তথাপি পানিও আস্তে আস্তে উপর দিকে উঠা শুরু করলো (এটির একটি সাইন্টিফিক ব্যাখ্যা আছে, না বুঝিলে বিজ্ঞান বই পড়)।
যাউকগ্যা, কাউয়া পানি খাইয়া বলিলো, "ওয়াক থুহ! কোন শালাতে হেগে রেখেছে বনরুটিতে গু"! (না, মানে এই কথা বলে নাই, এইটা অন্য গল্প। এটা মনে হয় নির্ঝর ভাইয়ের একটা ছড়ার লাইন) যাউকগ্যা, আসলে বলসিলো, "ওয়াক থুহ, এটা তো পেশাব! পানি কই???"  তারপর সেই অতিশয় মাতবর ওভারস্মারট ওয়ানাবি কাউয়া সেই পেশাব হজম করতে না পাইরা অসুখে মারা গেলো। গল্প শেষ!

মোর‍্যাল অফ দ্যা স্টোরিঃ কাউয়াদের কাউয়ার মতই থাকা উচিত! বুদ্ধিমান মানুষ হইতে চাইলে বদহজম হইবে!