Sunday, November 10, 2013

কথোপকথন-২

কয়েকদিন আগে কথোপকথন নামে একটা ব্লগ লিখেহিলাম। পাঠকরা ভালই মজা পেয়েছিল। তাই আরেকটা লিখলাম। আগের লেখাটার টাইমলাইন ছিল বেশ কয়েক বছরের। এটা বিগত কয়েক মাসের। তাই বেশি কিছু লিখতে পারলাম না।


#০১


*হ্যালো ভিহা (ভিহা মানে ভাইয়া)
*হু, বল
*আই জাস্ট বট এ ক্যাট!
*বাহ। গুড ফর ইউ :-/
*ইটস এ পাঞ্চড ফেস ব্লু অ্যান্ড হোয়াট আইড চিনচিলা পার্সিয়ান
*অ্যা! এইডা আবার কি? খায় না পিন্দে??? :-/
*উফ! ভিহা! ইটস এ ভেরি রেয়ার ব্রিড অফ ক্যাট! :D
*ওহ। ওকে। তা কত পরল?
*ফাইভ থাউজেন্ড ডলারস
*হোয়াট!!!
*ইটস এ লিটল বিট এক্সপেন্সিভ, বাট ট্রাস্ট মি! ইটস টোটালি ওরথ ইট!
*অ্যাঁ!!!
*ইটস সো অ্যাডরেবল!
*তুমি জানো? ৫০০০ ডলার দিয়া ৮ লাখ পিয়াজু কেনা যায়?
*হোয়াট?
*ইনফ্যাক্ট, তুমি চিটাগং এর পতেঙ্গা বিচে গেলে ১৬ লাখ পিয়াজু কিনতে পারতা!
*হোয়াট ইজ পিয়াজু ভিহা?
*(দীর্ঘশ্বাস)


#০২
*ভাই, সিগারেটটা না খাইলে হয় না
*কেন?
*এই বাসে তো সিগারেট খাওয়া যায় না
*ওহ, কিন্তু এটাতো সিগারেট না, এটা এয়ার ফ্রেশ্নার
*জী স্যার?
*কে জানি বার বার পাদ দিতেসে, তাই দুর্গন্ধ দূর করার জন্য সিগারেট ধরাইসি
*জী না মানে, স্যার আমরা ব্যাপার টা দেখছি আপনি একটু সিগারেটটা নিভিয়ে ফেলেন
*তাহলে আপনিও অই হালারে পাদ দিতে মানা করেন। গন্ধে নাকের বারান্দা খুইল্যা পইরা যাইতেসে!


#০৩

*সুমন ভাই, আমজনতা গানটার ইংরেজি একটা ভার্শন করলে জোস হইতো
*হু, কিন্তু আমজনতার ইংরেজি ওয়ার্ড কি হবে জানিনা
*কেন? ম্যাঙ্গ পিপল!
*নাহ, ম্যাঙ্গো বলা যাবেনা। নাশপাতি এর ইংলিশটা ইউজ কড়া যাইতে পারে
*নাশপাতি কেন?
*না মানে ব্রিটিশরা তো ধলা... আমের রঙ না।
*এইটা একটা কথা বললেন? লেইম!
*আরে নাহ! তুমি জানো না নাইজেরিয়া তে আমজনতা দের কি বলে?
*কি?
*জামজনতা
*মানে কি?
*হু। তারা অনেক কাল তো তাই
*উফ! সুমন ভাই আপনি কি খায়া ঘুমান রাতে
*আম :।


#০৪

*আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?
*শিয়র
*আপনি সারারাত জেগে থাকেন কেন?
*জ্ঞানি মানুষরা রাতে জাগে আর দিনে ঘুমায়... আমি জ্ঞানি
*তাই নাকি?
*হু
*এটা কে বলসে আপনাকে?
*ভয়ঙ্কর জ্ঞানি একজন মানুষ বলসে
*নামটা জানতে পারি?
*ঐ মানুষটা আমি নিজেই
*মানে কি?
*মানে আমি যেহেতু জ্ঞানি তাই আমি আমার নিজের কথা ঠিকমতো ফলো করার চেষ্টা করি। ছোটবেলায় শুনেছি  
  জ্ঞানি মানুষদের উপদেশের দাম দিতে হয়


#০৫
*সুমন ভাই! আস্তে গাড়ি চালান! আপনে তো পাগলের মত গাড়ি চালাইতেসেন!
*আরে ব্যাপারনা!
*স্পিড লিমিট ৩০ দেয়া আর আপনে ১২০ এ চালাইতেসেন!
*কে বলসে স্পিড লিমিট ৩০?
*ঐ যে সাইনবোর্ড দেখেন নাই একটু আগে?
*আশ্চর্য! কি বলতেসো এইসব? তুমি একটা মানুস হয়ে একটা সাইনবোর্ডের কথা কিভাবে পাত্তা দাও? তোমার কি
  কোন সেলফ এস্টিম বইলা কিছু নাই?


#০৬

*সুমন ভাই, দেশের পলিটিকাল সিচুয়েশন নিয়া একটা গান লিখেন না। সবাইরে ভইরা দেন!
*'আমজনতা' তো লিখলাম কয়েকদিন আগেই!
*আরে না সুমন ভাই। ঐরকম না! আরো ডিরেক্ট লিখেন! নাম মেনশন করেন!
*আরে নাহ! মাথা খারাপ!
*কেন সুমন ভাই? আপনারা না লিখলে কারা লিখবে?
*শোন ভাই, আমি এমনিতেই সিদ্ধ ডিম খুব একটা পছন্দ করি না। কিন্তু সিদ্ধ ডিম যদি খাইতেই হয় সেটা পিছন দিয়ে 
  না খেয়ে সামনে দিয়ে খাওয়াটাই আমি বেশি প্রেফার করব! :-/


ফুটনোটঃ উপরের ব্লগটি বাংলা ফন্ট ব্যাবহার করে বাংলা ভাষায় লেখা হয়েছে। আপনাদের যাদের কাছে বাংলা ফন্ট দিয়ে বাংলা লেখা (এবং লেখকদের) 'খ্যাত' মনে হয়, তারা দয়া করে আমার প্রোফাইলে আর ঢুকবেন না। আমার কোন গান শুনবেন না। আমার সাথে কোন যোগাযোগ রাখবেন না। আমাকে ক্রিটিসাইজ বা গালাগালিও করবেন না। কারন প্রথমতঃ আমি চাই না এই ধরনের বাংলাদেশি(?) দের সাথে কোনরকম সংস্পর্শে থাকতে এবং দ্বিতীয়তঃ যারা বাংলা ফন্টকে 'খ্যাত' মনে করে তারা সবাই খা*র পোলা এবং মাইয়া! ধন্যবাদ :-)

39 comments:

  1. ভালই তো হইসে সুমন ভাই

    ReplyDelete
  2. শেষের প্যারাটা একদম প্রানের কথা বলেছে ! আর উপরের গুলো, ঝাঁঝা !

    ReplyDelete
  3. আপনি আসলেই বাবার বাবা। তাহলে আপনাকে দাদা ডাকবো। হাহাহাহ

    ReplyDelete
  4. হা হা হা!! খুবই ব্যপক হইসে!!
    "ওই"গুলার মুখের উপর কঠিন পাদ দিলেন, এখন বাঞ্চোতগুলা সিগারেট ধরাইতে ব্যস্ত!!

    ReplyDelete
  5. সুমন ভাই!
    অসম্ভব রকমের দামী কিছু কথা লেখার জন্যে আপনাকে আবারো অনেক অনেক অনেক ধন্যবাদ!

    ReplyDelete
  6. cigarette ekti air freshener :D osthir \m/

    ReplyDelete
  7. কারন প্রথমতঃ আমি চাই না এই ধরনের বাংলাদেশি(?) দের সাথে কোনরকম সংস্পর্শে থাকতে এবং দ্বিতীয়তঃ যারা বাংলা ফন্টকে 'খ্যাত' মনে করে তারা সবাই খা*র পোলা এবং মাইয়া! ধন্যবাদ :-)

    চকলেট পোলাপাইনডিরে ভইরা দেয়ার জন্য হাই ফাইভ।

    ReplyDelete
  8. ভাই দারুন কইছেন তো

    ReplyDelete
  9. অসাধারণ লেখা বস!

    ReplyDelete
  10. যারা বাংলা ফন্টকে ক্ষ্যাত বলে তাদের নাম দিয়ে আরেকটা ব্লগ লিখেন। খুব মেজাজ খারাপ হওয়া দিনে এদের সাথে চ্যাট করবো।

    ReplyDelete
  11. আমরা তো ভাই ইংলিশ মিডিয়ামে পড়ি নাই :)

    ReplyDelete
  12. আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও,
    শেষ বাঁশটা কঠিন হইসে, আমজনতা কি কও?

    ReplyDelete
  13. যারা বাংলা ফন্টকে 'খ্যাত' মনে করে তারা সবাই খা*র পোলা এবং মাইয়া! :v

    ReplyDelete
  14. ওরেহ ভাইয়া পুরাটা পইরা মজা পাইতাছিলাম লাস্টে আরও বেশি মজা পাইছি 3:) সেইরম একটা বাশ দিলেন একটা গোষ্ঠীকে , তবে আপনে যে একটা জিনিস বলে শেষ করা যাবে না ...... সব কিছুতেই ডিফারেন্ট :) (y)

    ReplyDelete
  15. ভাই আপনে একটা অস্থির পাবলিক

    ReplyDelete
  16. আমি এমনিতেই সিদ্ধ ডিম খুব একটা পছন্দ করি না। কিন্তু সিদ্ধ ডিম যদি খাইতেই হয় সেটা পিছন দিয়ে
    না খেয়ে সামনে দিয়ে খাওয়াটাই আমি বেশি প্রেফার করব! :-/ - চরম বলছেন ভাই ।

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. একদম কড়া লিখছেন বাড়া!!!

    ReplyDelete
  19. হাহাহা...!!! অস্থির লাগছে...!!! (y)

    ReplyDelete
  20. pad marci...ei k asis..biri dhora...

    ReplyDelete
  21. হা হা। সুমন ভাই, আপনার কিছু লেখা অনেকটা মন্টি পাইথন পর্যায়ে চলে যাচ্ছে।

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. আপনি শুধু গানে Bassbaba না। লেখাতে Bossbaba!

    ReplyDelete
  24. দারুণ। নিরীক্ষা আছে বটে! আরো চাই :)

    ReplyDelete
  25. ভাল্লাগসে ভাই :D

    ReplyDelete
  26. DIM :D Bhai apnar FB Fan Page widget add koren.

    ReplyDelete
  27. ভাই আপনারে কি রকম ভালোবাসি সেটা আপনাকে বুঝে বলতে পারবো না .. আমি ফেইচবুকে ডুকলে আপনার আইডি একবার উকি দিয়ে দেয় কোনো কিছু পোস্ট করেছেন কিনা .ইউটিউবে ডুকলে আপনার ইন্টারভিউ অথবা লাইভ কনসার্ট এবং গান এবং আপনার শর্ট ফানি ভিডিও গুলো দেখি .. আপনাকে একবার কখনো সামনে ফেলে জড়িয়ে ধরে সালাম করবো অনেক দিনের ইচ্ছা আমার ... যদি কখনো আমার কমেন্ট টা আপনি পড়লে যদি ইচ্ছে হলে কল দিবেন ০১৭-০০-৬৪-৬৪-৬৫

    ReplyDelete