অনেক অনেক আগের কথা। এক দেশে ছিল এক অতিমাত্রায় মাতবর কাক। সারাদিন শুধু মাতবরি কইরা বেড়াইত। যাউকগ্যা, একদিন কাকের অনেক পানি পিপাশা পাইসিলো, কিন্তু কোন এক অদ্ভুত অজ্ঞাত কারনে সে কোথাও পানি খুইজা পাইতেসিলো না (ডোন্ট আস্ক মি হোয়াই)! যাউকগ্যা, তারপর সে হঠাৎ দেখল একটা কলসি। কলসির ভিত্রে উঁকি দিয়া সে অন্ধকারের মধ্যেও কিভাবে জানি পানি দেখতে পাইলো (ডোন্ট আস্ক মি হাউ)! কিন্তু পানি অনেক নিচে, তার মুখ কলসির ভিতর ঢুকলেও পানির নাগাল পাইতেসিলো না। কিন্তু যেহেতু ঐ কলসি ছাড়া পৃথিবীর আর কোথাও পানি ছিল না, তাই সেই মাতবর কাক এক অভিনব বুদ্ধি বাইর করলো (ডোন্ট আস্ক মি হাউ), কলসির পাশে কে জানি অনেকগুলা ছোট ছোট পাথর রেখে গেসিলো। সে সেই পাথর একটা একটা কইরা কলসির মধ্যে ফেল্লো। তথাপি পানিও আস্তে আস্তে উপর দিকে উঠা শুরু করলো (এটির একটি সাইন্টিফিক ব্যাখ্যা আছে, না বুঝিলে বিজ্ঞান বই পড়)।
যাউকগ্যা, কাউয়া পানি খাইয়া বলিলো, "ওয়াক থুহ! কোন শালাতে হেগে রেখেছে বনরুটিতে গু"! (না, মানে এই কথা বলে নাই, এইটা অন্য গল্প। এটা মনে হয় নির্ঝর ভাইয়ের একটা ছড়ার লাইন) যাউকগ্যা, আসলে বলসিলো, "ওয়াক থুহ, এটা তো পেশাব! পানি কই???" তারপর সেই অতিশয় মাতবর ওভারস্মারট ওয়ানাবি কাউয়া সেই পেশাব হজম করতে না পাইরা অসুখে মারা গেলো। গল্প শেষ!
মোর্যাল অফ দ্যা স্টোরিঃ কাউয়াদের কাউয়ার মতই থাকা উচিত! বুদ্ধিমান মানুষ হইতে চাইলে বদহজম হইবে!
যাউকগ্যা, কাউয়া পানি খাইয়া বলিলো, "ওয়াক থুহ! কোন শালাতে হেগে রেখেছে বনরুটিতে গু"! (না, মানে এই কথা বলে নাই, এইটা অন্য গল্প। এটা মনে হয় নির্ঝর ভাইয়ের একটা ছড়ার লাইন) যাউকগ্যা, আসলে বলসিলো, "ওয়াক থুহ, এটা তো পেশাব! পানি কই???" তারপর সেই অতিশয় মাতবর ওভারস্মারট ওয়ানাবি কাউয়া সেই পেশাব হজম করতে না পাইরা অসুখে মারা গেলো। গল্প শেষ!
মোর্যাল অফ দ্যা স্টোরিঃ কাউয়াদের কাউয়ার মতই থাকা উচিত! বুদ্ধিমান মানুষ হইতে চাইলে বদহজম হইবে!
Don't understatement the power of common people!
ReplyDeleteএতদিন পরে আবার তাহলে 'বোলগিং' শুরু করেছেন? :)
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThik e to emon koira kokhono vabi nai . . .[dont ask me why ] :p
ReplyDeletebassbaba apnio ki blog dia internet chalan naki?
ReplyDeleteJaukga.....shundor story.....pora shesh......dont ask me how :P
ReplyDeleteভালা গল্প শুনাইছুইন। আমি আমার নাতি দের এই গল্প শুনাবো :)
ReplyDeleteগুরু আপনে যে একটা জিনিস ...... কি আর বলবো ,শত বার বল্লেও আপনি যে একটা জিনিস সেটার ক্ষয় ঘটবে না , অস্থির মজা পাইছি (Y) , কথার মাঝে মাঝে আবার ' ডোন্ট আস্ক মি ... ' স্টাইলতাও জোশ লাগলো (y)
ReplyDeleteতারপর?
ReplyDeletebhAI last Ar Onno kobItar linE ta bhalo chilo
ReplyDeleteভালো হইসে মইরা গেসে, এই দুনিয়া থেকে পালাইসে (ডোন্ট আক্স মিঃ কই গেসে সেই কাক?)
ReplyDeleteবাঙ্গালী কাক !!
ReplyDeleteভাই কাকের কি মিলাদ হইসিল????(ডোন্ট আস্কিং কি খাওয়াইসিল)
ReplyDeletebap re bap prosab er ato dhokkkkkk.....!!!!!!!
ReplyDeleteওইডা মেরিকান কাক আছাল , আর কলশ তা আছিল বাংলায়.........
ReplyDeleteমোরাল পইরা ও আমার মোরালিটির কোন পরিবর্তন ঘটল না............
ReplyDeletedont ask me why????
Chorom moja paisi. (don't ask me why)
ReplyDeleteমজা পাইসি............(ডোন্ট আস্ক মি হোয়াই)
ReplyDelete