৩২ টা দাতের মাঝে আটকে গেল গোস্ত
এখন আমি করবো টা কি বলনা আমায় দোস্ত
গোস্ত যদি দাতেই থাকে পেটে যাবে কি?
খিদে যদি নাইবা মেটে অর্থহীন সবই
কাগু বলল মাংস বাজলে দিবো টুথপিক
হঠাত কাগুর চোখপালটি, বলে ধিক ধিক
এক গাছে দেখেছিলাম আপেল, কলা, মুলা
কাগু আজ শিখালো এক নতুন বিচির খেলা
এই বিচির নাই কোন বাপ, নাই কোন যে কোন মা
গাছ হবে নানা ফলের, জলপাই কি কলা
গোস্ত বেজে থাকে তবুও এই দাঁতেরই ফাঁকে
কাগুর খেলা দেখতে থাকি টুথপিকের অভাবে
এখন আমি করবো টা কি বলনা আমায় দোস্ত
গোস্ত যদি দাতেই থাকে পেটে যাবে কি?
খিদে যদি নাইবা মেটে অর্থহীন সবই
কাগু বলল মাংস বাজলে দিবো টুথপিক
হঠাত কাগুর চোখপালটি, বলে ধিক ধিক
এক গাছে দেখেছিলাম আপেল, কলা, মুলা
কাগু আজ শিখালো এক নতুন বিচির খেলা
এই বিচির নাই কোন বাপ, নাই কোন যে কোন মা
গাছ হবে নানা ফলের, জলপাই কি কলা
গোস্ত বেজে থাকে তবুও এই দাঁতেরই ফাঁকে
কাগুর খেলা দেখতে থাকি টুথপিকের অভাবে
বাহ! বাহ!!
ReplyDeleteVai eida ekta silent marka political kobita...
ReplyDeleteপুরাই নন পলিটিকাল পোয়েম :p
ReplyDeleteএই কাগু ডা কেডা ?
ReplyDelete