Tuesday, December 31, 2013

জি-সেভেন

সুমন ভাই, কেমন আছেন?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় আমাকে জিজ্ঞেস করতেসো আমি কেমন আছি? :(

সুমন ভাই, গেম অফ থ্রোন্স দেখেছেন?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় এইসব টিভি সিরিজ নিয়ে আলাপ শুরু করসো? :(

সুমন ভাই, কফি খাওয়ান
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় কফি খাইতে চাও? :(

সুমন ভাই, নেক্সট কনসার্ট কবে?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় কনসার্ট দেখতে চাও? :(

সুমন ভাই, ভৌতিস্ট কি বের হবে না?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় ভৌতিস্ট দেখতে চাও? :(

সুমন ভাই, আপনার টেলিফোন নাম্বার টা দিবেন প্লিজ?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় আমার ফোন নাম্বার চাও?:(

সুমন ভাই, ৫০ টাকা হবে? আমি একটু ব্রোক আছি
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় টাকা চাও? :(

সুমন ভাই, আপনার জন্যে ডাবল বিফ চিজ বার্গার এনেছিলাম। একটু খাবেন প্লিজ?
অবশ্যই অবশ্যই! থ্যাঙ্ক ইউ। :D
তো দেশের অবস্থা কেমন মনে হচ্ছে? :-/
(বার্গার খেতে খেতে) আই লাভ মাই কানট্রি! উই শুড হ্যাভ বিন এ পার্ট অফ জি-সেভেন! বার্গার কি আর আছে?

15 comments:

  1. vai khana cara ki kicu bojenna ato gola question ar answer akta ar ja khawailo tar question ans akta aita ki cu hoilo !!!!!!!!!

    ReplyDelete
  2. daran ami 100 ta বার্গার niya ashtace shob golar answer diban!!!!!!!!!!!

    ReplyDelete
  3. আমার ধারনা চলমান অস্থিরতায় আপনার হাত আছে, তা না হলে আপনি "বয়স" গানে কেন বলেছিলেন, "তোমার সাথেই বালুর রাজ্য, তোমার সাথেই ঘুড়ি..." !!

    এতো কিছু থাকতে বালু ক্যান..??
    ভণিতা না করে জবাব দ্যান

    ReplyDelete
  4. this is absolutely বেয়াদবি! :p

    ReplyDelete
  5. vurir dike bishesh nojor dewata apnar jonne ottonto joruri :/

    ReplyDelete
  6. ভাই what about this ....
    আপনার লাইগা আমি বাংলার ২ টা পটকা (আসল নাম বলাজাবেনা পুলিশে ধরতেপারে) আন্সি চলেন ১শাথে ফাটাইগা.........

    ReplyDelete
  7. Ei sober mane ki, Desh dhongso hoye jaitese r apni kina eta niye tatta korcen!

    ReplyDelete
  8. এসবের মানে কি ... একা একা বার্গার খাচ্ছেন ... গান বাজনার খবর নাই?
    একটা ভিডিও অ্যালবাম চাই, পুরাটা হতে হবে প্র্যাকটিস প্যাডে।

    ReplyDelete
  9. এসবের মানে কি? দেশ ধংস হয়ে যাচ্ছে আর আপনি ব্লগ লিখতেচেন?????????? এটা কি ঠিক???????????????????

    ReplyDelete