Friday, September 20, 2013

আমজনতা

ইদানিং আমার সাথে আমার ফ্রেন্ড অথবা পরিচিতদের খুব কমন একটা কনভারসেশন হয়...

# সুমন ভাই, একটা কথা বলেন তো। আপনি কোন রাজনৈতিক পার্টি সাপোর্ট করেন?
# কেন বলত?
# না মানে, আপনার কথা শুনে ঠিক বুঝিনা
# যে পার্টি আমাদের দেশকে ভালবাসে, সেই পার্টিকে সাপোর্ট করি
# বুঝলাম, কিন্ত এটা কোন পার্টি?
# হাহাহাহা। আমারোতো একই প্রশ্ন। এটা আবার কোন পার্টি?

যাইহোক, এইসব ব্যাপার নিয়ে গান লিখি না। কথাও বলি না। কারন, এই ব্যাপারে আমার কথা মনে হয় বেশিরভাগ মানুষেরই পছন্দ হবেনা। কিন্ত কিছুদিন আগে হঠাৎ মাথায় একটা ব্যাপার আসলো। আমার জীবনে যত গান লিখেছি, তার সব গানই নিজের যেভাবে ইচ্ছা হয়েছে সেভাবেই লিখেছি। তাই এখন এই ব্যপারটা নিয়ে আবার এত চিন্তার কি আছে! লিখেই ফেলিনা যা মাথায় আসে! এন্ড অফ দ্যা ডে, আমি আর কে? একজন আমজনতা মাত্র। নিচে আমার নতুন লেখা একটা গান দিলাম...


আমজনতা
দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাসি, যতই কাঁদি, সবই অর্থহীন 

নতুন নতুন নিয়ম বানাও, আমরা ভাঙবো বলে
নতুন চিন্তা ভাবতে গেলেই ভরবে মোদের সেল এ

মিথ্যে দিয়ে বাঁধাই করা বইটা যে পড়াও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও 



অতীত এর সব হিসেব নিকেশ, ভবিষ্যতের মুলা 
ধর্মটাকে নেড়েচেড়ে দিচ্ছ চোখে ধুলা 

রামগরুড়ের ছানার ছিল হাসতে শুধু মানা
আমরা আজ করবটা কি, সেটাও অজানা

মুখে মোদের শেলাই দেখে, হেসে ফেলে তারাও 
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও



ফটোশপে মেকাপ করা আমার দেশের ছবি
আহা আমার সোনার বাংলা তোমায় ভালবাসি

হয়ে যাচ্ছি কেমন যেন, ঘৃণাই ভালবাসি
মানবতা হারিয়ে গেছে, মানুষ মরলে খুশি  

কেউবা চাটে প্রতিবেশি, কেউবা বলে 'ঘাউ'
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও 



তোমাদের এই চুলাচুলি ভাল্লাগেনা আর
'এক, রাজ আর গন' তন্ত্র... মিশে একাকার

তোমাদের এই কথা শুনেই নাচতে থাকি মোরা
হোক না ব্যথা পায়ের তলা, হোকনা উঠোন ব্যাকা

পাঁচ নয়, দশ বছরের হিসেব করতে দাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও 



টিভির ভিতর সুশীল শিল্পী শিখায় রাজনীতি
সে ছাড়া সবাই নাকি আজ 'অবাঙালি'

নাগরিকের সনদ পত্র কোথা থেকে পাই?
নাম লেখাবো তোমার দলে? আমায় নেবে ভাই?

দেশটা আজ না খেয়ে ভাই অন্য কিছু খাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও



ভাল্লাগেনা কোন কিছু? মনটা তোমার খারাপ?
ভাঙ্গতে থাক বাড়ি গাড়ি, মুছে যাবে পাপ

হলুদ রঙের কালি দিয়ে চলো 'খবর' লিখি
বিশ্বাস বা অবিশ্বাস? নাচবো মোরা ঠিকই

তোমাদের এই গোলকধাঁধায় বন্ধুত্য হারায়
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও



দিনের পর রাতটা আসে, রাতের পরে দিন
তাল গাছ কি সারাজীবন তোমারই অধীন?

ধীরে ধীরে হচ্ছে বড় মাথায় পাগলা ঘোড়া
আখলাক ভাই বদলে গেল, বদলাবিনা তোরা?

হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
"আমজনতা ভাই বোনেরা আমরা এখন যাই?"


যাইহোক, গানটা ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম আজ । মানুষের প্রশংসা শুনে আমি বেশ অবাক এবং একই সাথে খুশি । হয়ত আসলেও দেশের মানুষের মনে অনেক চেপে রাখা কথা আছে যা তারা বলতে পারেনা । হয়ত আমাদের ভিতরের পাগলা ঘোড়াটা আসলেও বেড়িয়ে আসবে একদিন, ঘৃণার পরিমান কমিয়ে ভালবাসার পরিমানটা একটু বাড়াতে পারবো, বন্ধুত্বের হিসেব নিকেশ করতে পারবো বন্ধুর দেয়া এবং নেয়া বন্ধুত্বের মর্যাদার মাপকাঠিতেই, রাজনৈতিক দলের সমর্থনের মাপকাঠির উপর নির্ভর করে নয়। হয়ত একদিন আসলেও আমাদের বোন ফেলানীকে মৃত অবস্থায় ঘন্টার পর ঘন্টা তারকাটার বেড়ায় ঝুলিয়ে রাখার জন্যে নারীর অধিকারে সোচ্চার মানুষজন প্রতিবেশী দেশের অভাগীদের জন্যে যতটা চিতকার করেন, তার চেয়েও বেশি চিতকার করবেন ৷ হয়ত পাকিস্তানিদের আমাদের উপরে অত্যাচার সারাজীবন এমন ভাবে মনে রাখব, যাতে আদিবাসীরা একই কথা আমাদের নিয়ে কখনো বলতে না পারে । জয় হোক বাংলাদেশের ।

7 comments:

  1. Awesom!!! Please compose this song and post an unreleased track!!

    ReplyDelete
  2. ভাই যেগুলা কইতে পারিনা হেইগুলাই কইসেন :)
    কি যে ভাল লাগতেসে বুঝাইতে পারতেসিনা

    ReplyDelete
  3. জয় হোক বাংলাদেশের

    ReplyDelete
  4. আমার মনের কথার কিছুটা বহিঃপ্রকাশ।

    ReplyDelete
  5. বস! গলায় ছাড়বেন কবে?

    ReplyDelete
  6. কিছু কথাতো রিতিমতো পানির চাইতে পরিষ্কার।

    ReplyDelete