ঈশপের লেখা রাখাল বালকের গল্পটা কি আপনারা জানেন? রাখাল বালক গ্রামবাসীদের সাথে হুদাই ফাপড় নিত। গ্রামে বাঘ না আসলেও গ্রামবাসীদের 'বাঘ বাঘ' বইলা ভয় দেখাইত। গ্রামবাসীরা বাঘ মারতে আইসা দেখত কোন বাঘ নাই। তারপর আসলেও একদিন বাঘ আসে।
যাইহোক, আমার ছোট ভাই অনেক আগে এই গল্পটা একটু ভিন্নভাবে লিখেছিল। সেই গল্পটা এখন আমি আরেকটু ভিন্নভাবে এখানে লিখলাম। গল্পের প্রথম অংশ আশাকরি আপনারা জানেন। তাই শেষ অংশটা দিলাম।
"অতঃপর গ্রামে একদিন আসলেও বাঘ আসিল ৷ ফাপড়বাজ রাখাল বালক 'বাঘ বাঘ' বলিয়া চিতকার করিবার পরেও গ্রামবাসী তাহাকে বেইল দিল না ৷ রাখাল বালক উপায়ান্তর না দেখিয়া একটি গাছে উঠিয়া গেল ৷ বাঘ রাখাল বালককে না খাইতে পারিয়া ফ্লপ মারিয়া গ্রামে ঢুকিল নতুন মুখের সন্ধানে ৷ অতি বুদ্ধিমান, মাতবর, অপ্রস্তুত গ্রামবাসীরা কিছু বুঝিবার আগেই বাঘ মামা তাহার ফ্রি বুফে লাঞ্চ (২০১ আইটেম, মোর ফুড আইটেম দ্যান ব্যাটন রুশয) তৃপ্তি সহকারে শেষ করিয়া ঢেকুর তুলিয়া বলিল, "আহ... দারুন খেলুম"! সৌভাগ্যবান ফাপড়বাজ রাখাল বালক গাছ হইতে নামিয়া পাশের গ্রামে গিয়া আশ্রয় নিল ৷ এন্ড দেন হি লিভস হ্যাপিলি এভার আফটার ৷
দ্যা মোরাল অব দ্যা স্টোরি: ফাপরবাজ রাই দীর্ঘজীবী
সোর্স: তৃতীয় বিশ্বের একটি দেশের সরকার ও বিরোধীদল সমূহ
vai chorom
ReplyDeleteসুপার লাইক!! একেবারে বাস্তব সত্য!!! ফাপরবাজ রাই দীর্ঘজীবী ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআধুনিক ঈশপ
ReplyDeleteআধুনিক ঈশপ না ঈশপ এর বড় ভাই
Deleteবাস্তব সত্য, কিন্তু সহজ সত্য টা সবাই কেন জানি বুজতে চায়না ..
ReplyDeleteosthir. . . Kapaidilo, purai reverb
ReplyDeleteহাহ হাহ.........
ReplyDeletebassbaba \m/
ReplyDeleteBB rockzzzzzzzzzzzzzz :D
ReplyDeletebassbaba rockssss!!!!! :)
ReplyDeleteTrue Story..........
ReplyDeleteবেশ বেশ .....
ReplyDeletemoja pailam :D
ReplyDeleteআয়ো বাঘ টা বাঘ তো? না হাতি? ২০১ আইটেমের বুফে লাঞ্চ একাই খায়া ফেললো! লোল তবে গল্পটা আকদম ঠিক জায়গায় এটাক করসে ! লাইক!
ReplyDeleteHaa, valo
ReplyDeleteTulona ta valo disen. Keep posting :)
ReplyDeleteeikhaney fb-er moto like button nai?!!!
ReplyDeleteচরম সত্য বস :/
ReplyDeleteঘুগু দেখসো, ফাদ দেখ নাই.…
ReplyDeleteচাপা দেখসো, ফাপড় দেখ নাই :)
সুমন ভাই আপনার লেখাগুলা পিস একেকটা !
ReplyDeletenice post .. :)
ReplyDeleteওরে কেউ আমারে ধর । হা হা প গে !!!!!!!!!!!!
ReplyDeletevai chorom bolsen:)
ReplyDeleteসিরাম হয়েছে...
ReplyDeletenot really happily ever after, more like call, bluff, jump on tree, repeat ;)
ReplyDeleteHit....
ReplyDeleteফাঁপড়ে কাপড় নষ্ট...
ReplyDeletenysh hoice
ReplyDelete(y)
ReplyDelete১০০ বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’
ReplyDeleteঢাকা: ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বিগত শত বছরের ইতিহাসে দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় ছবি নির্বাচিত হয়েছে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)। যুক্তরাজ্যে ভারতীয় চলচ্চিত্র পরিবেশনার জন্য সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক সাইট ‘সানোনা’ এই ভোট পরিচালনা করে।
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ধাঁচের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও কাজল। বলা হয় এই ছবির মাধ্যমেই বলিউডে শাহরুখ-কাজল জুটি দর্শক মনে পাকাপাকি আসন করে নেয়। সেই সঙ্গে উভয়ের ক্যারিয়ারেই এই ছবি যুক্ত করে ভিন্ন এক মাত্রা।
ভারতীয় হিন্দি চলচ্চিত্রের শতবর্ষপুর্তী উপলে সানোনা Get more