Tuesday, April 23, 2013

আবদার

গান গাওয়ার সুবাদে অনেক ধরনের মানুষের সাথে বন্ধুত্ত হয়। এদের মধ্যে কেউ কেউ আবার বেশ আপনও হয়ে যায় মাঝে মাঝে। এটার যেমন বেশ কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। অনেক ধরনের আবদার শুনতে হয়। "বস, আমার ভাই এর হলুদ। গিটার টা নিয়ে চলে আসবেন আগামিকাল। গান গাইতেই হবে কিন্তু"। এইসব 'সিচুয়েশন' সামলানো বেশ ঝামেলার। মানে ব্যপারটা অনেকেটা এরকম... কোন ডাক্তার এর সাথে কোন বিয়ের অনুষ্ঠানে দেখা হয়ে গেল। "ওহ আপনি ডাক্তার? শুনেন, আমার লাস্ট এক সপ্তাহ ধরে হাগু হচ্ছেনা। কি ওষুধ খাওয়া যায় বলুন তো?"। মানে কি! ডাক্তার দেখলি আর কন্সটিপেশনের কথা মনে পইরা গেল? হাগু হয় না তো বিরিয়ানি খাইতে আইছেন ক্যান ভাই? আমার বেশ কিছু কাছের মানুষ আছে যারা চমৎকার ফটোগ্রাফার। তাই বলে কি আমি তাদের গিয়ে বলব? "ওই শোন... আমার কন্সার্টের ছবি তুইলা দিস তো কয়েকটা। ভালো কইরা তুলবি। দেখতে যাতে টনি স্টারকের মতন দেহায়। বুঝছস?" যাইহোক, এইসব ব্যাপার নিয়ে মাঝে মাঝে বিরক্ত লাগে কিন্তু এটা আসলে তেমন বিরক্তিকর কিছু না। ব্লগ লিখতে হবে তাই একটু এক্সট্রা 'বিরক্তি' টপিং দিচ্ছি লেখাতে। এছাড়াও ব্লগ লেখার সময় একটু রাগ রাগ ভাব রাখতে হয়। এটার নিয়ম আছে। যাইহোক, অনেকবার 'যাইহোক' বলে কথা শুরু করলাম। অনেক কথা বললাম। এখন আমার এক ফ্রেন্ড এর সাথে আমার একটা টেলিফোনে কথোপকথন দিয়ে আজকের লেখা শেষ করছি। এটা লেখার পিছনে একটা কারন আছে। আজকে যেই বিষয় নিয়ে আলাপ করলাম, সেটার সাথে এই কথোপকথনের কিছুটা মিল আছে। আমার ফ্রেন্ড এর একটা 'আবদার' এর গল্প।


মুমু: সুমন ভাই, আপনাকে কতদিন ধরে বলতেসি আমার জন্যে একটা গান লিখেন! লিখেননা কেন?

আমি: গান দিয়ে কি করবা?

মুমু: ফ্রেন্ডদের শোনাব! আমার ভাব বাড়বে তাদের সামনে! বেসবাবা গান লিখসে আমার জন্যে বুঝছস?

আমি: ওহ... আচ্ছা! তোমার জন্য গান লিখসিতো অলরেডি :|

মুমু: সত্যি! শোনান.. শোনান! প্লিজ শোনান!

আমি: শোনাবো বাট এই গানটা তোমার ফ্রেন্ডদের তোমাকে অবশ্যই শুনাইতে হবে

মুমু: অবশ্যই শোনাব!

আমি: শিওর?

মুমু: আই প্রমিস!

আমি: ওকে... তাহলে শোন.....
'এম' যদি 'এন' হতো আর 'এক্স' যদি 'ওয়াই'
'মুমু' তখন পেতো মোদের আন্ডিতে ঠাই
সারাজীবন থাকতো সে যে অন্ধকারের মাঝে
ফেয়ার এন্ড লাভলী তার আর মাখতে হতো না যে

মুমু: আপনি অনেক খারাপ সুমন ভাই!!!!

আমি: থ্যাঙ্কস... আই ট্রাই মাই বেস্ট :-)


ফুটনোট: নুনু... থুক্কু... মুমু কথা রাখেনি! সে ফ্রেন্ডদের গানটি শোনায় নি! আর সঙ্গত কারণেই নুনুর... থুক্কু... মুমুর পরিচয় টা ডিটেইল এ দিলাম না। সবাই ভালো থাকবেন। :-)

25 comments:

  1. জগতের সকল নুনু আই মিন মুমু রা সুখি হোক...

    ReplyDelete
  2. আমার ও একটা আবদার ছিলো যাক আজকে বললাম না...

    ReplyDelete
  3. হাসতে হাসতে আন্ডি ঢিলা হয়ে গেল রে মোতালেব :v

    ReplyDelete
  4. এছাড়াও ব্লগ লেখার সময় একটু রাগ রাগ ভাব রাখতে হয়। এটার নিয়ম আছে। ঃপি

    ReplyDelete
  5. you always rock base baba...............

    ReplyDelete
  6. kemne je hashum busbar partasina

    ReplyDelete
  7. হাহাহাহ!! মুমু নামের কাওকে দেখলেই এখন হাসি (বিপদ) চলে আসবে :P :P :P

    ReplyDelete
  8. matha e nosto..................

    ReplyDelete