কি লিখা যায় ভাবছি বেশ কিছুক্ষন ধরে। আর ১৪ ঘণ্টা পর বেশ বড় একটা সার্জারি হবে আমার। অনেকেই জিজ্ঞেস করেছে, 'টেনশনে আছেন?'। সত্যি কথা বলতে আমি একদমি টেনশনে নাই। গত ৩ বছর যে পরিমান অস্ত্রপ্রচার আমার শরীরে হয়েছে, এটা এখন ডাল ভাত টাইপের ব্যাপার! কিন্তু তারপরেও কিছু 'ভাবের' কথা না লিখলেই নয়। হাজার হোক, অবশেষে ব্লগ খুলেছি... একটা ইজ্জত আছেনা? লল। আমি বরং ৪ টা লাইন লিখে দেই... মাথায় যা আসবে তাই লিখব... তাই ছন্দে নাও মিলতে পারে...
আমি কখনো ভাবিনি আজকের দিনের মুখমুখি হব আমরা দুজনে
আমি কখনো ভাবিনি অনভুতির মাঝে কাটাকুটি খেলবো অকারণে
আমি কখনো ভাবিনি সূর্যের দিকে চোখ দুটো না কুঁচকে অবিরাম তাকিয়ে চিৎকার করে বলব, 'বিদায়'
আমি কখনো ভাবিনি অশ্রুহীন কান্না ভরা চোখে, গল্প শেষে আমার শেলাই করা মুখে বলে উঠবো, 'ভালবাসি তোমায়'
আর ১৪ ঘণ্টা পর আমি ঘুমোতে যাবো। গভীর ঘুম। ঘুম ভাঙ্গার আগ পর্যন্ত এতটুকুই থাক?
সবাই ভালো থাকুন, এই কামনায় :)
আমি কখনো ভাবিনি আজকের দিনের মুখমুখি হব আমরা দুজনে
আমি কখনো ভাবিনি অনভুতির মাঝে কাটাকুটি খেলবো অকারণে
আমি কখনো ভাবিনি সূর্যের দিকে চোখ দুটো না কুঁচকে অবিরাম তাকিয়ে চিৎকার করে বলব, 'বিদায়'
আমি কখনো ভাবিনি অশ্রুহীন কান্না ভরা চোখে, গল্প শেষে আমার শেলাই করা মুখে বলে উঠবো, 'ভালবাসি তোমায়'
আর ১৪ ঘণ্টা পর আমি ঘুমোতে যাবো। গভীর ঘুম। ঘুম ভাঙ্গার আগ পর্যন্ত এতটুকুই থাক?
সবাই ভালো থাকুন, এই কামনায় :)
Come back soon
ReplyDeleteGhum theke jege uthun ar geye uthun,''juchona...ojana pothe chola,zekhane ache je mowr valobasha.''
ReplyDeletevalobashi apnake.best of luck :)
best of luck for da surgery...:)
ReplyDeleteসুমন ভাই অনেক জটিল লিখেছেন।। হৃদয় ছোঁয়া লিখাটি।।আপনি ভালো থাকবেন... আপনার সকল রোগ ভাল হবার কামনা এবং প্রার্থনা করছি...
ReplyDeleteকিচ্ছু হবে না সুমুন ভাই । ইনশাল্লাহ আবার ফিরে আসবেন আমাদের মাঝে আমি জানি ...
ReplyDeleteবেজবাবা সুমন ভাই এর সামনে সার্জারি কিছুই না।সুস্হ হয়ে ফিরে আসেন আপনার বেজ গিটার আপনার অপেক্ষায় আছে।আমরা আছি আপনার অপেক্ষায়।অনেক দোয়া রইলো সুমন ভাই।
ReplyDeleteamadar doa apnar satha acha
ReplyDeleteআরে দাদা !
ReplyDeleteফিরে আসবেন তো ভালো ভাবেই :-)
সামনে এতো audience তো আপনার জন্যই বসে আছে :-)
Ur coming bck to Rock again brother... Love and respect ! HAilz Bassbaba \m.m/
ReplyDeleteu r always awesome!Best of luck......
ReplyDeleteচটপটি:)মনে হয় বেশি জাল ছিল।
ReplyDeleteবেজবাবা ফিরবেই !! বেজবাবার ফিরতে হবেই !! আপনি না ফিরলে বৃষ্টি ভিজব কিভাবে,সব কিছু ছেরেছুরে দিয়ে অদ্ভুত সেই ছেলেটি ই বা কিভাবে হব, অথবা আকাশ চুম্বি স্পর্ধা নিয়ে কিভাবে বোলব এখন আমি অনেক বড়, তোমায় ছাড়া থাকতে পারি ??
ReplyDeleteফিরতে আপনাকে হবেই বেজবাবা ।।
best of luck
ReplyDeleteভালবাসি তোমায় অও বস! :D আমার এখন অও একটা ইচ্ছে অপূর্ণ আসে! :D অইতা পুরন করতে হইব তো! সেই অপেক্ষায়! :D বেস্ট অফ লাক!
ReplyDelete"আমি কখনো ভাবিনি সূর্যের দিকে চোখ দুটো না কুঁচকে অবিরাম তাকিয়ে চিৎকার করে বলব, 'বিদায়'" উফফ অসাধারণ!!!
ReplyDeleteফিরে এসো আবার আমাদের মাঝে,
রইলাম তোমার অপেক্ষায়,
আরও অনেক পাবো বলে বুক বাধলাম আশায়...
but till then.......... হে বন্ধু 'বিদায়'
Get well soon
prayer by heart..
আল্লাহ্র কাছে দোয়া করি... আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন !! শুভ কামনা রইল :)
ReplyDeleteBest Of Luck And Get Well Soon Bro We Need U
ReplyDeleteআপনি নিশ্চিন্তে ঘুমান। জেগে গেলে আপনার গান শুনব। সুমন রে ভাই তুমি জলদি ভাল হও। ! খুব খুব জলদি, আমি যে আর কারো গান গাই না, আর কারো গানের জন্য কনসার্ট দেখতে যাই না আর কারো গানে কাঁদি না হাসি না নাচি না।
ReplyDeleteফিরিও শিঘ্রি, কেমন?
"আমি কখনো ভাবিনি সূর্যের দিকে চোখ দুটো না কুঁচকে অবিরাম তাকিয়ে চিৎকার করে বলব, 'বিদায়' " চরম লিখছেন ভাই । কিছু হবে না আপনার, ইনশাল্লাহ :)
ReplyDeleteদেখা হবে বিজয়ে
ReplyDeleteInshallah apni abar o amader majhe shustho hoya fire ashben! Allah apnar shohay hon and apnak hefazat a rakhuk! Amin
ReplyDeleteসুমন ভাই আপনি আমার খুব প্রিয় একজন মানুষ। ইনশা আলাহ আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ReplyDeleteঘুম ভাঙতেই হবে. . . . :@ :@ :@
ReplyDeleteআল্লাহ্ আপনাকে হায়াত দিন. . . :(
Get Well soon!
ReplyDeletecome back soon........
ReplyDeleteGet well soon.. May Allah bless you
ReplyDeleteGet well soon ....
ReplyDeletei hope cancer will just be a song in your lyf after this surgery..........u rock........i knw nothing bad will happen.......coz after all u r da ''BASSBABA''.......\m/
ReplyDeleteboss chorom hoice, get well soon..................... :)
ReplyDeletethanx god.
ReplyDelete