এসো ফটোগ্রাফি শিখি #০১
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। তোমরা যখন মেয়েদের ছবি অথবা হিজ্রা মার্কা ছেলেদের (যেমন রবার্ট কুলেন) ছবি খিঁচিবে তখন অবশ্যই সফট ফোকাস করিবে। আবার যখন ছেলেদের অথবা হিজ্রা মার্কা মেয়েদের (যেমন পিঙ্ক) ছবি খিঁচিবে, তখন শার্প ফোকাসে করিবে। এতে ছবি উন্নতমানের হইবে।
এসো ফটোগ্রাফি শিখি #০২
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। ছবি খিঁচার সময় নিজের নাম ভুলিয়া গেলেও সমস্যা নাই। তবে কোন অবস্থাতেই কেম্রার ডায়ালে "A" এর পজিশন ভুলিতে পারিবেনা! মনে রাখিবে, ডায়াল A তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করিবে। শুধু মাথায় রাখিবে 'হাত রাখিবে স্থির'! এর ফলে যেকোনো পরিস্থিতিতে তুমি 'সেফ' ছবি খিঁচিতে পারিবে। পরবর্তীতে প্রিভিউতে গিয়া সেটিং দেখিয়া লইবে। সবাইকে বলিবে 'M' মোডে খিঁচিয়াছ।
এসো ফটোগ্রাফি শিখি #০৩
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। সাগর অথবা সুউচ্চ পাহাড়ের উপর দাঁড়াইয়া ছবি খিঁচার সময় যদি পুরা বডি কাপতে থাকে তখন "ট্রাইপোঁদ মেথড" ব্যাবহার করিবে। ট্রাইপড স্ট্যান্ড পোঁদে ঢুকাইয়া তাহার উপর বিনা ঝামেলায় স্থির থাকিয়া ছবি খিঁচার কৌশলকেই ট্রাইপোঁদ মেথড বলা হয়।
এসো ফটোগ্রাফি শিখি #০৪
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। কেম্রার ম্যানুএল পরিবার কোন দরকার নাই। মনে রাখিবে, "ক্যাম্রা চালানো বোঝার চেয়ে ফটোশপের ব্যাবহার বোঝা উত্তম"।
এসো ফটোগ্রাফি শিখি #০৫
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। তোমরা অন্যের ছবির প্রশংসা করা হইতে বিরত থাকো। যদি অন্যের ছবি অতিরিক্ত ভাল লাগিয়াই যায়, তবে সেই ছবি দেখিয়া কেম্রা অথবা লেন্স এর প্রশংসা করিবে, ছবির নয়। এতে তোমার 'সুশিল ফটোগ্রাফার' ভাবমূর্তি অক্ষুন্য থাকিবে।
এসো ফটোগ্রাফি শিখি #০৬
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। তোমরা সাদা রঙের লেন্স ব্যবহার করার চেষ্টা করিবে। বাজেট না থাকিলে লেন্স সাদা রঙ করিয়া লইবে। ইহাতে কাল রঙের লেন্স ব্যবহারকারি/ব্যবহারকারিনিদের তুমি অনায়াশে ইনফেরিওরিটি কমপ্লেক্স ও জেলাসিতে ভুগাইতে পারিবে। মনে রাখিবে অন্যের দুখ মানেই নিজের সুখ।
এসো ফটোগ্রাফি শিখি #০৭
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। কেম্রা যাই হউক না কেন, কেম্রার ব্যাগ হইতে হইবে আন্তর্জাতিক সেলিব্রিটি লেভেল এর। অর্থাৎ মারুতি ইঞ্জিনে ফেরারি বডিকিট।
এসো ফটোগ্রাফি শিখি #০৮
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। নিজের ছবি খিঁচার সেলফ পোরট্রেইট খিঁচিয়া অবশ্যই ফেসবুক প্রফাইল পিক হিশেবে দিতে হইবে। নতুবা তোমার মান, ইজ্জত, ভাব এর গোয়া মারা হইবে। ছবি সাদা কাল (ইংরেজিতে যাহাকে বলে B+W) হইলে ভাল হয়।
এসো ফটোগ্রাফি শিখি #০৯
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। লালাখাল, হোলি, গরিব দুখি, কাক ও অন্যান্য পক্ষি সমগ্র, ধান ক্ষেতে একটি বালিকা, ৬ ইঞ্চি পুরু মেকাপ সম্বলিত মেয়ে মডেল, স্লো শাটার স্পিডে সমুদ্রের ঢেউ, পোকামাকড় (এই ব্যাপারে স্রিমঙ্গল এর মাকরশা বেশ বিখ্যাত), ফিশাই লেন্স এ সংসদভবন, ইত্যাদির ছবি খিঁচা অপরিহার্য।
এসো ফটোগ্রাফি শিখি #১০
হে ডিএসএলআর ব্যবহারকারি/ব্যবহারকারিনি। তোমার ব্যাঙ্ক একাউনট না থাকিলেও অসুবিধা নাই, কিন্তু অবশ্যই, আমি আমার বলইতেছি, অবশ্যই ইন্সটাগ্রাম, ফ্লিকার, ডেভিয়েনআর্ট, ইত্যাদি তে একাউনট থাকিতে হইবে। মনে রাখিবে একাউনট থাকাটাই জরুরি, সেখানে ছবি থাকাটা নয়।
*সোর্সঃ ভেচভাভার উচ্চ ফটোগ্রাফির সিঁড়ি
মাইরালা আম্রে মাইরালা
ReplyDeleteসেরা... সেরা... অনেক শিক্ষনীয় টেকনিক সম্বলিত টিউটোরিয়াল। "ভেচভাভার উচ্চ ফটোগ্রাফির সিঁড়ি" পড়ে এখন মুঞ্চায় ফডুগ্রাফি করতে ... :P :P :P
ReplyDeleteবস সেইরাম , বুকমার্কে রাখি দিলাম । :)
ReplyDeleteধুর... সারা জীবন ধইরা শুধু ইয়েই ছিঁড়া গেলাম :( এখন তো দেখি নতুন কইরা আবার সব শিখোন লাগবো.... কই যাই !!!
ReplyDeletepoint number 9 e apni ja bolechen seta onekta stereotype hoye gelo. Kichu kichu photographer tader genre choose kore nay . Fashion photograher ra Makeup kora model der e pic tulbe , Landscape photographer ra long exposure ei shomudrer pic tulbe , Bird photographer ra pakhir pic e tulbe . ete to tader kisui korr nai . na tulle shikhbe kivabe. Personally ekjon macro enthusiast hisabe bolchi, pokamakorer pic ta bola jotota shohoj bastobe properly pokamakorer pic tola ta besh kotin ekta kaj. apnar lekha point gulo besh mojar but point number 9 ta nie haste parlam na.
ReplyDeletevai , keo joke bolar pore jodi kono ekta punching point nia ghatan beshi tayle joke na shunai valo .
Deleteserious topic e apnar comment ta jothajotho chilo but eikhane ekebarei bemanan .
চোখে ডিএসএলআর লেন্স লাগাবো ভাবতেছি.......তাইলে আর "M" এবং "A" বাটন এর টেনশন থাকলো না বেজবাবা|
ReplyDeleteঅস্থির মজার টিউটোরিয়াল!
ReplyDeleteHa ha ha ha ha ha ha ha ha
ReplyDeleteডিয়ার ভেচবাবা
ReplyDeleteআপনার উচ্চতর রস মাখা “এসো ফটোগ্রাফি শিখি “ লেখাটি পড়ে আমি একজন মস্তবড় পুটোগ্রাফার হয়ে গেছি।
পিলিকারে একটা আঁকাউন্ত ও খুলে পেলছি, পিলিচ একটু দেখবেন
http://www.flickr.com/photos/shiplus_foto/
হে ডিএসএলআর ব্যবহারকারি/কারিনিগণ, ফেবুতে স্বনামে একটি পেজ খুলিবে যার নাম হইবে এরূপ 'ছদরুল ফটুগ্রাফি'। অতঃপর নতুন নতুন আমদানী আপলোড সহকারে বন্ধুসমাজে শেয়ার করা অত্যাবশ্যক।
ReplyDeleteএকটি ডিএচএলআর এর অভাব অনুভব করচি! আফসুস :( :'(
ReplyDeleteHa ha ha ==DD
ReplyDeletehttp://multishopbd.com/
ওরে কপাল...এই টিউটোরিয়াল এদেশের আপা+মর জনসাধারণের কাছে DHL দিইয়ে পৌছায়া দেয়া লাগবে দেখতেসি...!!
ReplyDeleteBassbaba. this is just awesome.
ReplyDelete:D :D
ReplyDeleteসফট ফোকাস r শার্প ফোকাস ta ki?kew janle ektu share korben pls
ReplyDelete=)
ReplyDelete++++++++++++++++
জানার আছে অনেক কিছু! :D
ReplyDeleteবাঁচতে হলে জানতে হবে :P
ব্যাফুক জ্ঞানার্জন কইত্তে পাল্লাম!!!
ReplyDeleteআমি মইলাম রে কেউ আমারে ধর
ReplyDeleteলেকাডা পইড়া নিজেরে অখন ফুডুগ্রাপার মনে অইতাসে। ভেসবাবা আমিও ভাবতাসি ব্যেস রাইখা ডেসলর খাইয়া ডিসলার নিয়া ঝাপাইয়া পরুম মাইয়াগো পিসে।
ReplyDeleteওরে বিনুদুন...
ReplyDeleteতয় ভাই, ডিজিটাল ক্যামেরায় লেন্স টেপ দিয়া লাগাইয়া ডিএসএলআর বানানির কোনও পদ্ধতি নাই? :P
hahahahhahahahahahahhahahahahhahahahahh
ReplyDeletedesh theke dure thekeo kothin ekta moja pailam.......tripod part rocks
পাগলা কোথাকার
ReplyDeleteকিল মি... কেউ আমারে কিলাও। হাস্তে হাস্তে বিষম খাইলাম...
ReplyDeleteকমলাপুর রেলস্টেশন বাদ দিলেন ক্যান? চালায়া যান ভাই...:)
ReplyDeleteREally enjoyed! O!Sum!
ReplyDeleteভেচবাবা আমি চিন্তা করলুম শুধু লেঞ্চ না ফুরা কেম্রাটারেই সাদা রঙ এ চুবানি মারি.....:P :P :P
ReplyDeleteসুমন ভাই......কি লিখলেন এইসব!!!! :O
ReplyDeleteএখন আমি যে হাসি থামাইতে না পাইরা suicide খায়া যাইতে পারি ওইটার কি হবে!!! :O
ওরে কে কোতায় আচিস,মোরে এক্ষান ডিএ-শেলার দে,ভেচভাভার উচ্চ ফটোগ্রাফির সিঁড়ি অবলম্বনে কিচু ফুডো খিচ্চা আহি...
ReplyDeleteকান্দুম না হাশুম? বুঝবার পাচ্চিনা বাহে!! :p
ReplyDeleteচরম ভাইজান
ReplyDeletebai re bhai!! vabsilam apnere doga kotha shunai dimu!! akhn to nijer camera vaing ga dite iccha kortase!!
ReplyDeleteপুরাই অস্থির ভাইজান
ReplyDeleteভাইন জান,অতি ছমত্তকার,,,,
ReplyDeleteহা হা..ফানি শিক্ষনীয় ।
ReplyDeleteঅতি ডমত্কার, আসলেই অস্থির
ReplyDelete