আমার সার্জারি সাকসেসফুল। বাইচা গেলাম আল্লাহর রহমতে। আল্লাহ ক্যান জানি আমারে বার বার বিপদ থেকে বাঁচায়। আনেস্থশিয়া নিয়া আমার একটা জতিলতা আছে। জ্ঞ্যান ফেরার সম্ভাবনা কম থাকে। তাই সার্জারি মানেই দৌড়ের উপর থাকো। যাইহোক, ব্যাক যখন করলামি, ব্লগ লেখাটা তো চালিয়ে যেতেই হবে। সেই কবে থেকে ব্লগ লিখে চলছি (না মানে ইয়ে... ১ সপ্তাহ হইসে মনে হয়)। এতো পুরনো একটা অভ্যেস তো আর এভাবে বন্ধ করা যায় না। গত মাসে সেন্ট মারটিন্স আইল্যান্ড গিয়েছিলাম বাংলাদেশ আবহাওয়া পরিদপ্তরের হয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে (না মানে ইয়ে...হুদাই গেসিলাম ঘুরতে, এখন একটু ভাব লইতাছি)। সেখানের দুটো বিচ্ছিন্ন ঘটনাই বরং নিচে লিখি...
বিচ্ছিন্ন ঘটনা ০১
বিচ্ছিন্ন ঘটনা ০১
সমুদ্র সৈকতে বসে বসে বাতাসের গান শুনছিলাম। অদ্ভূত এক ধরনের নিস্তব্ধতার গান। নারিকেল জিনজিরা আর কক্সবাজারের মধ্যে এখানেই পার্থক্য। প্রকৃতির কাছাকাছি যাওয়াটা অনেক সহজ এখানে। হঠাত এই নিস্তব্ধতা ভেঙ্গে দূর থেকে লাউড স্পিকারে ভেসে আসল "বুরকা পুরা মেয়ে পাগল কুরেচে"... বাল!! বিচ্ছিন্ন ঘটনা ০২ ছেড়া দ্বীপ। দাড়িয়ে দাড়িয়ে স্রষ্ঠার তৈরী অপূর্ব এক সৃষ্টি উপভোগ করছি। কিছুক্ষণ ধরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমার আশেপাশে অনেক মানুষ। বোঝার উপায় নেই কেউ তাকিয়ে আছে কিনা। আমার হুডি পরা। কারো আমাকে চেনার কথা না। তারপরেও চারদিকে চোখ বুলাতে বুলাতে হঠাত খুঁজে পেলাম আমার এই অনুভূতির কারণ। অপরুপা এক সুন্দরী আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে! মনে হলো কে যেন আমার মাথার পেছনে চপেটাঘাত করলো! এরকম অসম্ভব সুন্দর একটা জায়গায় কোনো মেয়েকে দেখে এরকম সুন্দর লাগতে পারে আমার কল্পনাতেও ছিলনা! একেই কি বলে 'লাভ এট ফার্স্ট সাইট'? হঠাত দেখলাম মেয়েটা আমার দিকে হেটে আসা শুরু করেছে। আমি কি ঘামা শুরু করলাম? সর্বনাশ... আমিতো মনে হচ্ছে নার্ভাস! বাবা সুমন... এতদিনে বুঝি আসলেও ধরা খেলে! মেয়েটা আমার সামনে এসে দাড়ালো। ঠোটে এক চিলতে হাসি। আমার হার্টবিট জঘন্য ফাস্ট! মেয়েটা হাসতে হাসতে কি জানি বললো... প্রথমে শুনিনি কারণ তখন কল্পনায় আমি তাকে নিয়ে পাংকর আইল্যান্ড এ হানিমুন করছি! আবার তার কথায় চপেটাঘাত খেয়ে বাস্তবে ফিরে এলাম ! "বেইয়্যা আমি আফনের ফেন! একডা ফুডো তুলি?" .... বাল! যাইহোক, অনেক কিছু লিখে ফেললাম। আমি বরং আজ যাই। সবাই ভালো থাকবেন। এবং আমার ব্লগ কোন অবস্থাতেই সিরিয়াসলি নিয়েন না। এমনকি আমার ব্লগের সাথে উন্মাদ পত্রিকা তুলনা করলে সেটা বাংলাদেশের বাজেট এর বই এর মত সিরিয়াস একটা জিনিস। আমার ব্লগ এতটাই 'হুদাই'। ধন্যবাদ। |
বাবা :/ মাথায় তো বাস ফাটাইলেন :(
ReplyDeleteক্যান জানি মানে... আমগো দোয়ার কোনো দাম নাই নাকি!!!
ReplyDeleteBhiyaa apNi khubi moar manus ..
ReplyDeleteI like U .
আসলেই ব্যাইয়া খউব মোয়ার মানুষ :P
Deleteamader chittagong er manush der r kono khut nai, khaali ai 1ta e shomossha, pronunciation...... :P
ReplyDeletewelcome back Vaia....
ReplyDeleteand Bichchinno ghotona 1 er nistobdhota Vanga ta sheirokom chilo.... :P
ato shundor likhsen , baal
ReplyDeleteALLAH apnar shusthota daan korun AMEN
"বেইয়্যা আমি আফনের ফেন! একডা ফুডো তুলি?" .... বাল!
ReplyDeletehahahaha
ওস্তাদ! আসেন! আমার বুকে আসেন! <3 :D
ReplyDeleteশেষের টা পরে বস পুরাই হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম :p
ReplyDeleteএইটাকি সত্য চাপা নাকি মিথ্যা চাপা ভাইজান ;)
Deleteলল... :P
Deleteবাল্লাগে !! কুব বাল্লাগে !!! :D
ReplyDeleteবেইয়া ............... টা ভালো ছিল। :P
ReplyDeleteদারুন লেখা, মনের মধ্যে থেকে।
ReplyDeletejak abaro back korlen ar tnx aro akta hudai post dawar jonno, hudai time pass korte pora dorkar apnar hudai blog
ReplyDeleteসিলেব্রিটি হইয়াও মন খুইলা যা মনে আসে তাই লিখ্যা যাওয়া, এইডা কইলাম নতুন একটা ট্রেন্ড চালু হয়া গেল আপনারে দিয়া। দোয়া করি আপনারে যেন আবার চুশীলতার জন্ডিসে না ধইরা বয়। :)
ReplyDeleteপাংকর আইল্যান্ড এ হানিমুন ... হা হা হা হা হা :P :P :P :P
ReplyDeleteপরতে মজাই তো লাগছিল। আরেকটু বড় করে লিখবেন না? মজাটা ধরার আগেই শেষ।
ReplyDeleteহাহাহাহাহাহাহাহাহহহাহাহাহাহাহ
ReplyDeleteবোরকা পোরা মেয়ে পাগল করেছে
LOL
ReplyDeleteবেইয়্যা আই লাইক ইয়ু :P
ReplyDeleteবেইয়্যা আমি আফনের ফেন! একডা ফুডো তুলি?.....ha ha ha ha ha.....:P :P :P :P :P
ReplyDeletehahaha...!!! :D :D
ReplyDeleteamio afner pan :) pal!
ReplyDeleteএউজ্ঞা বুরকা ফরা মেয়ে হাগল হয়েছে...... :D :D :D
ReplyDeleteবেইয়্যা.. আমিও আফনের সাথে একটা ফুডো তুলতে চাই.. হা হা হা :D
ReplyDeleteu said best when u say nothing at all...dedicated to ur বেইয়্যা...:P
ReplyDeletelekhatar nam ghumer pore na diya "bal" deya uchit chilo :P
ReplyDeletear laste maiyar kothadi shuinna lul poira gelo :D
Love Bb
ReplyDelete