Wednesday, April 17, 2013

রাইটার্স ব্লক

কি লিখব বুঝতে পারছিনা । মাথায় কিছুই আসছেনা আজ... আমার কখনই এরকম হয় না... লেখালেখির ব্যাপারে কোনো কার্পন্য নেই আমার... অনেকবার এখানে এসেছি কিন্তু এই প্রথম সেন্ট মার্টিন্স আইল্যান্ড এ এসে মনে হয় রাইটার্স ব্লক দ্বারা আক্রান্ত আমি! হঠাৎ করেই এক অপরিসীম কষ্ট অনুভূত হচ্ছে ! এই কষ্টের কোনো সীমা পরিসীমা নেই ! মনে হচ্ছে কে যেন মস্তিষ্কের কোষগুলোতে জানান দিচ্ছে, "যাও! এখনি যাও! আরেকটু দেরী হলে মস্তবড় বিপদে পরবে তুমি ! এই সুন্দর পৃথিবী হয়ে যাবে নোংরা ! ভরে যাবে দুর্গন্ধে ! তুমি এখনি যাও"! আমি উঠে দাড়ালাম মনে অনেক ভয় ও সংশয় নিয়ে... আমার কি দেরি হয়ে গেল ? আমি কি পারব সময়মত আমার গন্তব্যে পৌছুতে ?

দৌড় দিলাম টয়লেটে! আহ! কি শান্তি! পেটের ভিতরে জমাটবাধা অসহনীয় কষ্ট কোথায় যেন উবে গেল! ছোট্ট এই চার দেয়ালের ঘরে বসেই আসতে থাকলো নতুন নতুন শব্দ! নতুন নতুন কবিতা! নতুন নতুন গান! নো মোর রাইটার্স ব্লক! হাগু... তোমায় ধন্যবাদ! আর বেশি ঝাল দিয়ে চটপটি খাবোনা... আই প্রমিজ!

6 comments:

  1. হাহাহা... এই জন্যই বুঝি জ্ঞানী লোকেরা টয়লেটে যথা সম্ভব বেশী সময় কাটায়... :P :P :P

    ReplyDelete
  2. হাহ.. হাহ.... :D
    আমি তো খুব সিরিয়াস হয়ে যাচ্ছিলাম প্রথম কয়েকলাইন পড়ে.. পরে.. :P আরো লিখুন..

    ReplyDelete
  3. থাবা বাবার উত্তরসুরি বেসবাবা :P চালাইয়া যান গুরু :)

    ReplyDelete
  4. কিসের মধ্যে কি... পুরাই যা তা!

    ReplyDelete