Sunday, June 2, 2013

গল্প

আজ একটা গল্প শোনাই। বেশ কয়েক বছর আগের কথা। স্থান: নিউ ইয়র্ক। ঢালিয়ুড কনসার্ট। বিশাল স্টেজ। মনোরম পরিবেশ। অনেক মানুষ। বাংলাদেশের একজন সঙ্গীতশিল্পী স্টেজ এ উঠলেন গান পরিবেশন করার জন্য।

শিল্পী: স্টেজটা তো বড়ই সন্দর হইসে! ছমইতখার!

ভলান্টিয়ার: জ্বি। থ্যাঙ্ক ইউ। আপনাদের দোয়া :-)

শিল্পী: শুনো ... আমি কিন্তুক ৮ টার নিচে গান গামুনা কইলাম... আর আইজক্যা নাইচ্চা ফাটায় লামু। আর এই নতুন মাইকডাও ছমইতকার! মাথায় বাইন্ধা রাখলেই আওয়াজ আসে! কোনো তারের ঝামেলা নাই। তারের লগে আমার পা পেচাইয়া গিট্টু লাগার কিসু নাই! বুঝলা কিনা? হাহাহাহা

ভলান্টিয়ার: আপনে কোনো চিন্তা করবেন না। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন। স্টেজ এর সামনে যে কালো কাপড় দিয়ে ঢাকা আছে ঐখানটায় যাবেন না কিন্তু।

শিল্পী: আরেহ! তুমি কুনু সিন্তা কইরোনা ... আমি হলাম গিয়া ফ্রপেশনাল! বুঝসো?

ভলান্টিয়ার: জ্বি জ্বি হে হে অবশ্যই অবশ্যই 

শিল্পী: দর্শকমন্ডলি! আমি অহন ফকির আলমগীর ভাইয়ের একডা গান গাব। ও সখিনা গেসোস কিনা ভুইল্যা আমারে! ও সখিনা গেসোস কিনা ভুইল্যা আমারে! আমি অহন ... আমি অহন রিশকা সালাই-ই-ই-ই-ই ...... বুম#$$% ... ব্নহ্র্যং$$% ... ভাগা $%^ভাগা ... ডিং ...ক্র্যং *#$%&ওরে আল্লাহ রে! মাজাডা গেল রে!@#$&^!

ভলান্টিয়ার: ওই ওই ভাই রে ধর! পইরা গ্যাসে! পইরা গ্যাসে!! স্টেজ এর সামনের ফুটা দিয়া পইরা গ্যাসে!!

আমাদের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তখন স্টেজ এর নিচ থেকে চিতকার করতে থাকলেন। তার মাথায় ছিলোনা যে ওয়ারলেস হেড সেট মাইক পরিহিত অবস্থায় কথা বললে সেটা গানের মতই অডিটরিয়াম এর সবাই শুনতে পাবে। সবার কানে ভেসে আসলো নতুন ধরনের একটি গান ... শুয়ারের বাইসস্যা! কুত্তার বাইসস্যা! কোন হারাজাদায় স্টেজ এর মাইযখানে ফুডা কইরা থুইসে! *&^%$#%^&শুয়ারের বাইসস্যা! কুত্তার বাইসস্যা!@&^$#@

যাইহোক, গল্পটা বরং এখানেই শেষ করা যাক।

ফুটনোট: আমেরিকার একটি অনুষ্ঠানে এরকম একটা ঘটনা কিন্তু আসলেও ঘটেছিল। আমি একটু নিজের মত করে বললাম। সঙ্গত কারণেই আসল জায়গার নাম এবং শিল্পীর নামটা বলা গেল না। নতুবা আমার কাছে হয়তবা ফোন চলে আসবে, "শুয়ারের বাইস্সা! কুত্তার বাইসস্যা!...." 

যাইহোক, সবাই ভালো থাকবেন।

24 comments:

  1. bassbaba tumi atttto gulaaaa pochaaa... ^_^ :P :P

    হেহে!!!

    ReplyDelete
  2. অস্থির স্যাটায়ার হইছে সুমন ভাই ...
    কইসা পিলাস

    ReplyDelete
  3. আমি হলাম গিয়া ফ্রপেশনাল! বুঝসো?

    ReplyDelete
  4. স্টেজ ভাঙ্গার ক্ষমতা আর আমেরিকার কথা শুইনা ফুয়াদ ভাই'র কথাই মনে হইল... :p

    ReplyDelete
  5. মজা দেয়ার ব্যথ চেষ্টা

    ReplyDelete
  6. মান সম্মান খাইছে

    ReplyDelete
  7. হাসতে হাসতে উইড়া গেলাম!
    কড়া হইসে !
    হাহাহাহাহাহহা

    ReplyDelete
  8. Shilpir name da kowa uchit chilo...

    ReplyDelete
  9. হাহাহাহা ... মজা পাইলাম বস

    ReplyDelete
  10. কি কহিলেন যে,হাসতে হাসতে আমার পেড ফাইড্যা জাইতেয়াছে....

    ReplyDelete
  11. ভাই হাসবো আর কত।। হা হা হা হা

    ReplyDelete
  12. মজা পাইলাম ব্যাপুক! :D

    ReplyDelete