Friday, June 7, 2013

ব্যর্থ উলঙ্গতার রক্তিম ব্যাকরণ

আমার খুব কাছের একজন মানুষ, ক্রিপটিক ফেইট এর ভোকালিস্ট / বেজিস্ট শাকিব, কয়েকদিন আগে আমাকে বলল, "সুমন ভাই, মানুষজন তো দেখি আমার লিরিক নিয়ে উল্টাপাল্টা কথা বলতেসে । তারা বলে আমার গানের কথা নাকি খুব সাধারণ। কঠিন কোনো শব্দ নাই।" এই কথাটা শুনে বেশ মজা পেলাম। আমাদের দেশে এক এক সময় এক একটা 'ট্রেন্ড' চালু হয়। হেভি মেটাল গান হইলে লিরিক হইতে হবে দাতভাঙ্গা টাইপ। মানে ঐসব কথা উচ্চারিত হইতে গেলে জিভে গিট্টু লাগতে হবে। দাত শিরশির করতে হবে। ৩/৪ বার গলা খাকারি দিতে হবে। নাইলে এইটা কোনো লিরিক হইলো?!? সাবজেক্ট হইতে হবে রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা যুদ্ধ। গানের ভেতর ছেলেটা দুখী নয়, সে চরম রাগান্নিত। তার আর কোনো কিছুই সহ্য হইতেসেনা। বার্স্ট করলো বইলা! মানে ভয়ঙ্কর অবস্থা!
আরেহ ভাই, আমিও তো ছোটবেলা থেকে হেভি মেটাল শুইনা বড় হইসি। তাই বইলা কি সারাক্ষণ কঠিন ভাষায় গান গাইতে হবে নাকি? আমরা তো ভাঙ্গা 'ট্রেন্ড' দিয়াই হিট হইসিলাম। আজকে এই 'ট্রেন্ড' আরেকজন ভাঙলে প্রবলেম কি? ছোটবেলাতে যখন পাড়ার মাস্তান হটায় নিজে মাস্তান হইতে পারসিলাম, এখন আমাদের ভাগায় দিয়ে অন্য কেউ আসতে পারলে আসুক না। এত দুক্ষ কিসের? যাইহোক, আমার দুক্ষ টা এখানে নয়, অন্য জায়গায়! আমার কথা হলো এইসব কথা যদি বুঝে কেউ বলত তাহলেও মানতাম। কঠিন কঠিন লিরিক অনেকেই বুঝে না। কিন্তু ভাব নেয় ভয়ঙ্কর! আহ কি ফিল। কত ডিপ! কূল ম্যান!

আমি বেশ কয়েক বছর আগে একটা লিরিক লিখেছিলাম। নিচে লিরিকটা দিলাম। দেখেনতো বুঝেন নাকি? আমি এই 'সিরিয়াস' লিরিকটার জন্যে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলাম, যার মাঝে কয়েকজন 'হেভি মেটাল' লিরিসিস্ট ও ছিল। সঙ্গত কারণে কোনো গানে এই লিরিক আমি ব্যবহার করিনি । একটু পরে দেখুন কষ্ট করে ...

চারিদিকে মৃত্যুময় ভ্রুণের হাহাকারে চিরন্তনের বোম্বেটে খেলা 
সদুর আলোর মাঝে শুরু হয় ধংসের রক্তপাত 
বিভীষিকাময় নির্লজ্জ বহুবৃহির কিংকর্তব্যবিমুরতা 
আমার আমার থেতলে যাওয়া চোয়ালের একপেশে লোঘু নির্মান 

প্রবেশপথে বিদ্রোহী শকুনের লোভাতুর চতুর্ভুজ 
খোজ! খোজ! খোজ! তাকে ধংশ কর নীলিমার পুঁজ 
আমার হাতের মুঠোয় তোমার বিকৃত ঘৃণার সমান্তরাল
উড়াল দেবে আকাশে ছিন্নভিন্ন অব্যক্ত আকাঙ্খার সর্বনাশ !

যাইহোক, যেটা বলছিলাম, এই লিরিকের অনেক প্রশংসা পাবার পরেও আমি লিরিকটি দিয়ে কোনো গান না বানানোর কারণ হলো এটা একটা ননসেন্স লিরিক! এই লিরিকের কোনো 'ইনার মিনিং' নাই। আমার মাথায় যা আসছিলো তাই লিখে দিসিলাম। কোনো সাবজেক্ট নাই। শুধু কিছু 'কঠিন', 'কুল', 'ভাবz-যুক্ত' শব্দের খিচুরী বিন্যাস। সুতরাং শাকিব, তোমাকে একটা কথাই বলব, "তুমি কোনো চিন্তা কইরনা, বাংলা ডিকশনারি আছে, কঠিন কঠিন শব্দ বের করো, তারপর যা আছে কপালে, কপি আর পেস্ট! voila!

হেভিমেটালের জয় হোক! জয় হোক সমালোচনার!

ফুটনোট: আমার এই ব্লগ পোস্টটির নাম টা কেমন? 'কূল' না? :-) 

27 comments:

  1. জী সুমন ভাই, কালকে যাব ডিকশনারি কিনতে

    ReplyDelete
    Replies
    1. যাবার পথে সংসদে গিয়ে একটা সেশান দেখে যেয়েন, আর Enriched হবেন।

      Delete
  2. জোস বলসেন...lyrics না বুঝেই ভাব নেয়!'...হাহাহাহাহা...

    btw আপনার কবিতার দাঁতভাঙা শব্দগুলো পড়তে কষ্ট হইসে এবং সেটার মানে বুঝি নাই...but আসলেই ভয়ঙ্কর! আহ কি ফিল। কত ডিপ! কূল ম্যান!!... :P

    ReplyDelete
  3. ব্যর্থ উলঙ্গতার রক্তিম ব্যাকরণ..... অদ্ভুত রকমের কুল :)

    ReplyDelete
  4. কুল মানে আলবদ কুল...

    ReplyDelete
  5. bhaya amar kase mone hoise its about rape n abortion. then again ami metal er kisui bujhina, totally murkho! :/

    ReplyDelete
  6. ভাই 'নিকৃষ্ট ১,২' গানগুলোর inner meaning কি বুঝাবেন?

    ReplyDelete
  7. ভাই আরেকটা কাজও করা যেতে পারে, ডিকশনারি থেকে দাঁতভাঙ্গা শব্দ নিয়ে এক পাতা লিরিক বানায়া, লম্বা করে চার ভাগে ছিড়ে উলটা পালটা জোড়া লাগায়া দিলে কিন্তু ব্যাপারটা সমাধান :P :P :P

    ReplyDelete
  8. ভাই এই লিরিক লুকায়ে রাখেন, পরে টেক্সট বুকে অন্তর্ভুক্ত হয়ে গেলে পোলাপানের জান বের হয়ে যাবে মূলভাব, নামকরণের স্বার্থকতা আর ব্যাখ্যা লিখতে লিখতে।

    ReplyDelete
  9. heavy cool..........:P

    ReplyDelete
  10. এতো দেখছি ইস্টেন গান !
    " বাবা বলেছিল আর কোন দিন গান করো না, কেনও বলে ছিল সেই কথা টি বলে গেলো না "

    লেহ বাবা লুটে লেহ :D

    ReplyDelete
  11. ব্যাপক ঠাণ্ডা :D

    ReplyDelete
  12. Nothing Else Matters is soooooo heavy metal. People who write 'dath bhangga lyrics naa hoiley metal hoy naa' try and explain this.

    ReplyDelete
  13. আরেহ ভাই, আমিও তো ছোটবেলা থেকে হেভি মেটাল শুইনা বড় হইসি।

    :D :D :D

    ReplyDelete
  14. হ্যালো সুমন ভাই, জটিল হয়েছে ব্লগ নেম।
    আর হেভি মেটাল এ আমার অলটাইম ফেভারিট ওয়ারফেজ।
    ভালো লাগলো আপনার পোষ্টিং, ভালো লেগেছে।

    আপনারা যদি রেগুলার আপডেটেড হেভি মেটাল ওয়ার্ল্ডওয়াইড টিজন পাইতে চান তাহলে আমার এ্যাপসষ্টোর টা শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, পোষ্টিং বুকমার্ক ভায়া গুগল প্লাস, টুইটার এবং এফবি তে দিতে পারেন।

    এনি এ্যাপস- আপনি প্রিভিউ দেখতে, কিনতে বা ডাউনলোড করতে আইটউনস ইউজ করতে পারেন।
    http://goo.gl/mYhl1


    ReplyDelete
  15. Metal Na Mental .......... ? Tobuo Valo Lage

    ReplyDelete
  16. Lyrics ta poira ami o to aga matha kichui bujhlamna. :D

    ReplyDelete
  17. বুঝছি,বেজবাবা,আপনি অনেক বাংলা পারেন!!!!
    অনার্স এর সাবজেক্ট কি ছিল আপনার???

    ReplyDelete
  18. vai,purai khichurii howe gelam.valoi bolsen

    ReplyDelete
  19. hashte hashte obosta kharap :p :p

    ReplyDelete
  20. চড়ম অবস্থা,
    আপনার লিরিকটা যাদের ভাল লেগেছে তাদের জ্ঞানের বহর তো পরিমাপ করে ফেলছেন :-)

    ReplyDelete
  21. এখনকার তরুন প্রজন্মের অবস্থা

    ReplyDelete
  22. The 1st line of the lyrics makes sense though!

    ReplyDelete