মিতা হক এর একটা ইন্টারভ্যু দেখলাম টিভিতে! এ ব্যাপারে কিছু একটা বলা দরকার!
শুনেন আপা... আপনি এন্টি-জামাত বুঝলাম, কিন্তু তাই বলে যারা হিজাব করে তাদেরকে 'অবাঙালি' বলাটা কি ঠিক হইলো? রাস্তায় বের হলে আপনিই শুধু বাঙালি? যারা ইসলাম ধর্ম মেনে চলার কারনে হিজাব করে তারা কি পাকিস্তানি? দাড়ি-টুপি কি পাকিস্তানের সম্পত্তি? শুনেন আপা, আপনি কলকাতা ঘুরে আসেন, মন ফুরফুরা হবে ৷ যত্তসব!
ফুটনোট ১: 'যত্তসব' আপনাকে বলি নাই, হতাশায় মুখ দিয়ে বের হইসে... মাইন্ড খাইয়েন না আবার :-/
ফুটনোট ২: কবি গুরু রবীন্দ্র নাথ ও মনে হয় 'অবাঙালি' ছিলো। কত লম্বা দাড়ি! ছি ছি!
ফুটনোট ২: কবি গুরু রবীন্দ্র নাথ ও মনে হয় 'অবাঙালি' ছিলো। কত লম্বা দাড়ি! ছি ছি!
উনাকে দাদা-দের দেশে পাঠানো উচিত !!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteসব বিলবোর্ডে শেখ হাসিনার মাথায় কাপড়... সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালির কন্যাও তো তাহলে অবাঙ্গালি...
ReplyDeletelul
Deleteএই মিতা হকই কিন্তু "ক্ষ" এর সোনার বাংলা কভার নিয়ে কথা বলছিলো। পরে আবার সুর পাল্টায় বলছে কভার ভালো হইছে।
ReplyDeleteLast time she was on focus it was 'Khiyo's tribute to the national antheme!! now she started criticize the Hijab... Shame got burried very badly
ReplyDeletekichu kichu manusher shosta publicity paoar procheshtai amader majhe confliction create korche..... just faul
ReplyDeleteটিভিতে অনেকেই অতিরিক্ত উল্লাসে বেফাঁস কথা বলে ! হিট খাইতে বেফাঁস কথার দরকার আছে ! আপাতত তিনি হিট ! :P
ReplyDeletesuper duper hit
Deleteপোল্পাইন হুদাই পেরেশান। মিতা আপায় বুঝাইতে চাইতেছিল ঘোমটা ওয়ালীরা বাঙালী না মানে তারা বিদেশী। অর্থাৎ তার মা নানী রা বিদেশী(কারণ তারা ঘোমটা দিত) একটু রূপক ভাবে পার্ট মারতে চাইছিল আর সবাই তারে লইয়া টানা টানি লাগায় দিল।
ReplyDeleteবহু কাল আগে এদেশে একজন ট্রু বাঙ্গালী মিতা হক ছিলেন
ReplyDeleteকালের বিবর্তনে পুলাপান তারে একদলা ট্রু গু বানাইয়া দিয়াছে
যত্তসব ইয়াক!
ভাই কথা কিন্তু সত্য
ReplyDeletec c
ReplyDeleteমিতা হক you have to bujhte hobe :|
ReplyDelete