Saturday, April 6, 2013

আমার কেম্রা, লালাখাল এবং হোলি

একটা সময় ছিল যখন ভাবসিলাম সিলেটের লালাখালে লাইন কইরা দাঁড়ানো নৌকার কয়েকটা ছবি তুললেই ফটোগ্রাফার হয়া যাইব। তাই নতুন ফুলফ্রেম ক্যাম্রা নিয়া দৌড় দিলাম সিলেট। কয়েকদিন পর ঢাকায় ফিরলাম পুরাই 'মারমার-কাটকাট' ফটোগ্রাফার হইয়া। মানে, ২ জিবি নৌকার ছবি তুইলা আনলাম। নৌকা দাড়ায় আসে, নৌকা হাটতাসে, নৌকা দৌড়াইতাসে, নৌকা ঘুমাইতেসে, নৌকা খেলতেসে, নৌকা লাগাইতেসে, নৌকা লংমার্চ করতেসে, নৌকা হরতাল করতেসে... মানে কিছুই বাদ নাই! আমিতো ঢাকা ব্যাক কইরা মহাখুশি। ভাবসাব পুরাই অন্যরকম! ছবি পোস্ট করার আগে ছবির কোনায় আবার লিখি 'ভেচভাভা ফুডুগ্রাফি' । মানে পুরাই ভাব! ফ্যানরাও কমেন্ট দেয়, "জোস ভচ জোস"! কিন্তু আমার এই ভাব বেশিদিন থাকলনা। কিছুদিন ধরে ফেসবুকের টাইমলাইন দেইখা যা বুঝলাম সেটা হইলো, আগেরদিন আর নাই! লালাখাল ইজ গন! বাজারে এসেছে নতুন সেন্সেশন!... হোলি!!! এখন আর আগের মত কেম্রা আর লালাখালের সামনে নৌকার ছবি থাকলে হইবনা। কিছু হোলির ছবি অবশ্যই থাকতে হবে! আর যদি একটা ছোট শিশু গায়ে মুখে রঙ মাইখা দাড়ায় আছে টাইপ ছবি যদি হয় তাহলে তো কথাই নাই! যতই যা খুশি করনা ক্যান! নো হোলি... নো কুল! আমার আবার ডিমশন হইলো! কিছুই করার নাই। এখন দেখি লালাখালের নৌকাগুলা ফটোশপে নিয়া সফটঅয়ার দিয়া আলগা রঙ বসাইয়া 'হোলি ইন লালাখাল' নামে কিছু করা যায় নাকি। হয়ত তাহলে বেপারটা বেশ হিট হইতে পারে! সবাই দোয়া করবেন। ধন্যবাদ।

7 comments: