Tuesday, April 9, 2013

পদ্য

তোমার ওই দু'চোখেতে কেন এত মায়া?
মনের ভিতর দেখি আজব ছায়ার মাঝে কায়া!
তোমায় যখন দিনের আলোয় দু'চোখ মেলে দেখি,
অন্যরকম গানের সুরে নতুন অনুভূতি!
তোমায় দেখে রাতের বেলায় যখন গেলাম কাছে,
কলার ছিলকায় পিছলা খাইলাম, না দেইখ্যা আন্ধারে!
ভাবছ তুমি শেষে এসে পদ্যের একি হাল?
তোর লেইগ্যা লিখি নাইক্ক্যা, আইছে চ্যাটের বাল!

10 comments:

  1. চ্যাটের বাল এর মত সুন্দর হইছে ... শুধু কামায়া নিলেই হবে

    ReplyDelete
  2. বাহ ভালো তো .............

    ReplyDelete
  3. একি একি!এ কি কাব্য!
    দেখিনু কি ভরা পেটে?
    বেশ বেশ! করে আদর করিয়া
    ঠোঁট দু'টো দিনু চেটে

    ReplyDelete
    Replies
    1. চ্যাটের বাল লিখেচ্ছেন

      Delete
  4. শেয়ারিং ইজ কেয়ারিং তাই শেয়ার করলাম :p

    ReplyDelete
  5. সেই হইছে সুমন ভাই... :D

    ReplyDelete
  6. plz vai..... hasteo to energy lage :D

    ReplyDelete
  7. last e paCk mone hoy besi khaiya nichiLen

    ReplyDelete
  8. ...খাইলাম, না দেইখ্যা 'আন্দাজে' -হইলে জোস হইতো

    ReplyDelete