Tuesday, May 28, 2013

Q & A

ফেসবুকে প্রথম প্রথম যখন ফ্রেন্ড রিকুয়েস্ট আসতো, তখন বেশ ভালই লাগতো। "বাহ! আমি অনেক ফেমাস!" টাইপের ভালো। ধীরে ধীরে ফ্রেন্ডলিস্ট বড় হতে লাগলো। একটা সময় আবিষ্কার করলাম জুকারবার্গ ভাই ৫০০০ ফ্রেন্ডের একটা কোটা সেট করে দিয়েছে সব একাউন্টে। চিন্তায় পরে গেলাম। কি করা যায়? তারপর নতুন আরেকটা একাউন্ট ওপেন করলাম। সেটাও কয়েকদিন পর ভর্তি হয়ে গেলো। প্রথম প্রথম ব্যাপারটা খুব মজার ছিল। কিন্তু বিপত্তি ঘটা শুরু হলো যখন ফেসবুক এর চ্যাটিং অপশনটা অন করি। সবাই নক করা শুরু করলো যখনি আমি অনলাইন হই। ফ্যান এবং ফ্রেন্ড দের যাবতীয় প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে আমার কোনই অসুবিধা নাই কিন্তু কয়েকদিন পর যেই ঝামেলাটা শুরু হলো সেটা হলো, ব্রাউসার ক্র্যাশ করা শুরু করলো! একসাথে এত মানুষ নক করে যে ব্রাউসার সেটা হ্যান্ডেল করতে পারছিলনা! মজার ব্যাপার হলো সবার প্রশ্ন একই ধরনের। কিন্তু আলাদা ভাবে উত্তর দিতে হয়। আবার যাদের উত্তর দেই না, তারা মাইন্ড খায়। কি মুশকিল! অনেক চিন্তা ভাবনা করে আমি তখন একটা নোট লিখলাম। সেখানে কিছু 'কমন' প্রশ্নের উত্তর লিখে রাখলাম। কেউ সেই ধরনের প্রশ্ন করলেই নোট এর লিংক টা দিয়ে দিতাম। ঝামেলা শেষ (আইডিয়াটা অনেক আগে দেখা হুমায়ুন আহমেদ এর একটা নাটক থেকে নেয়া)।  আজ হঠাত আমার পুরনো নোটগুলো ঘাটাঘাটি করতে গিয়ে সেটা খুঁজে পেলাম। নিচে সেই নোটটা বর্তমান প্রশ্নের পরিপ্রেক্ষিতে এডিট করে দিয়ে দিলাম। আশাকরি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখানে পাবেন।

আপনি কেমন আছেন?
গ্রেট

আপনার শরীর কেমন?
ছি ছি ... এসব কি ধরনের প্রশ্ন? তোমাদের কি বাপ ভাই নাই?

সার্জারী কেমন হলো?
ঐটাতো ডাক্তার জানে, আমিতো অজ্ঞান অবস্থায় ছিলাম। দেখতে পারি নাই

কি করছেন?
ফেসবুকে চ্যাটিং করছি! :-/

আপনার প্রিয় মিউসিশিয়ান কে?
আমি

আপনার প্রিয় ব্যান্ড কোনটা?
আমার ব্যান্ড?

বিদেশে আপনার প্রিয় ব্যান্ড কোনটা?
নাই ... বিদেশে যখন আমার ব্যান্ড যায়, তখন আমার ব্যান্ড

ভৌতিস্ট কবে রিলিস হবে?
জানিনা

ভৌতিস্ট এর কাজ কতটুকু বাকি?
২টা এপিসোড ছাড়া সব শেষ।

অনেক অনেক বছর আগে বলসিলেন ভৌতিস্ট রিলিজ হবে শীঘ্রই, এখনো কোনো খবর নাই কেন? আপনারা মিথ্যুক। আপনাদের কথার কোনই দাম নাই। দেখুমনা ভৌতিস্ট। আপনারা ফালতু!
হাহাহা। আমি এটা নিয়ে এই মুহুর্তে একদমই চিন্তিত না। কারন কি জানেন? ..... অনেক অনেক আগে আমাদের রাজনীতিবিদরা বলেছিলো আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে। কোনো সমস্যা থাকবেনা। সবাই সুখে শান্তিতে বসবাস করবো। তাই এদের কথা শুনে এবং বিশ্বাস করে আপনারা (ইনক্লুডিং মি) প্রতিবার ভোট ও দিয়েছেন। তারপর সব দলই ক্ষমতায় যাবার পর তাদের কথা রাখেনি। আপনারা তাদের তখন গালাগালি করেছেন। তারপর পরবর্তী নির্বাচনের সময় ঠিকই তাদেরই আবার ভোট দিয়েছেন। আমার কি ধারণা জানেন? যত যাই হোক না কেন, আমি যাই বলি না কেন, ভৌতিস্ট রিলিজ হবার পর আপনারা ঠিকই দেখবেন। কারণ আমরা খুবই দয়াবান, ফ্রেন্ডলি এবং গোল্ডফিশ এর  থ্রি সেকন্ড মেমরি মিথ এর মত ভুলোমনা জাতি। আমরা ইন্টারনেট এ তিতা, ভোটকেন্দ্রে মিষ্টি! :-)

কোন চ্যানেল এ ভৌতিস্ট দেখাবে?
শিওর না

ভৌতিস্ট কয়টার সময় দেখাবে?
ইউ গটা বি কিডিং মি! .... জানিনা!

ভূত এফএম এ আসেন না কেন?
গত ২ বছরে আমার ৫ টা সার্জারী হয়েছে। দেশে ছিলাম অনেক কম। দেশে থাকলেও শুক্রবারে কনসার্ট অথবা শুটিং এর কাজে ঢাকার বাইরে থাকা হতো বেশিরভাগ সময়। তাই রেডিও তে অনেক কম যাওয়া হয়েছে

তাহলে কি আর আসবেন না?
অবশ্যই আসবো ইনশাআল্লাহ

অর্থহীন এর নেক্সট এলবাম কবে আসবে?
২০১৩ এর শেষে

আপনার ব্যান্ড এর নাম অর্থহীন হলো কেন?
অর্থহীন হলো কারন নাম রেখেছি অর্থহীন
না সুমন ভাই, সিরিয়াসলি বলেন।
আসলে ব্যাপারটা হলো কি .... সৃষ্টির আদিকাল আদিকাল থেকে যুগ যুগ ধরে আমাদের আসেপাশে যা আমরা দেখছি এ সবই তো অর্থহীন। একদিন আমাদের সবারই তো চলে যেতে হবে। তাই অনেক চিন্তাভাবনা করে আমার ব্যান্ডের এই নামকরন
ওহ! তাই?
নাহ! ফাপড় নিলাম। নামটা রাখসি হুদাই :-/

'সুমন ও অনিলা - ২' এলবাম কবে বাজারে আসবে?
২০১৩

কনসার্ট কম করেন কেন?
বেশি করতে ইচ্ছা করেনা

আপনদের নেক্সট কনসার্ট কবে?
নেক্সটে :-/

আপনি কখনো ভুত দেখেছেন?
ভুত কি জিনিস?

আপনি রাতের বেলাতেও সানগ্লাস পড়েন কেন?
আমি সানগ্লাস পরিনা। 'ভাবগ্লাস' পরি। ইটস ফর 'ভাবস' ... নট 'সান' :-/

এত ভাব নেন কেন?
কারণ আমার যে অনেকগুলা ভাবগ্লাস!

ফেসবুকে মেসেজ করলে রিপ্লাই দেন না কেন?
প্রতিদিন ১০০+ মেসেজ আসে। সবগুলা পরা অথবা রিপ্লাই দেয়া পসিবল না।

আপনি এত শুকালেন কিভাবে?
প্রতিদিন ৪ ঘন্টা ওয়ার্কআউট এবং আমার 'ইনসেইন ডায়েট প্ল্যান

ইনসেইন ডায়েট প্ল্যানটা কি বলবেন? তাহলে অনেকের উপকার হইতো?
না ... আমাকে কি ফাদার টেরেসা মনে হয়?

মিউজিক কি আপনার প্রফেশন নাকি হবি?
একটাও না ... মিউজিক আমার প্যাশন

ফেসবুকে আপনাকে নক করলে আনসার দেন না কেন?
একসাথে অনেকে নক করে, সবাইকে আনসার দেয়া পসিবল না

ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন একটা কষ্ট করে? আমি পাঠাতে পারছিনা।
ফ্রেন্ডলিস্ট ফুল। জুকারবার্গ ভাই ৫০০০ ফ্রেন্ডের কোটা দিয়ে রাখসে

কি ব্যাপার ভাই? কতগুলা মেসেজ পাঠাইলাম, একটারও তো উত্তর দিলেন না। অনেক বড় সেলেব্রিটি হয়ে গেসেন, তাই না?
জ্বি, ঠিক তাই

আপনি কি অনেক মুডি?
এই আনসার টা দিবোনা

কেন?
কারণ মুড মারতেসি। বাই দ্যা ওয়ে, জিলাপি আমার খুব পছন্দ।

জিলাপির কথা বললেন কেন? আমিতো আস্ক করি নাই
তোমরা ইচ্ছামত প্রশ্ন করবা আর আমি ইচ্ছামত আনসার দিতে পারবোনা? আজব!

অনেকে বলে আপনি নাকি অনেক সুইট?
জ্বী ... কথা সত্য। আমার নিজের হাতে বানানো কফিতে চিনি পর্যন্ত দিতে হয়না .. এমনিতেই মিষ্টি হয়, আমি এতটাই সুইট। ইনফ্যাক্ট আমার পায়ে বানানো কফিও অনেক মজার

হাহাহা। আপনি অনেক মজার মানুষ 
জ্বী। আমি ভাত খাবার সময় চামচ দিয়ে খাই। যদি ভুলে নিজের আঙ্গুল খেয়ে ফেলি তাই .... আমি এতটাই মজার!

আপনি অনেক সুন্দর বেজ বাজান। আমাকে কি কিছু টিপস দেয়া যায়?
ছি! তোমাকে টিপবো কেন? এটা কেমন কথা!

আপনার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? 
আমার ছেলে আর মেয়ে

সুমন ভাই, আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন?
অবশ্যই!
আই লাভ ইউ!
বাহ! আমাদের মধ্যে কি চমতকার মিল! আই লাভ মি টু!

আপনি এত খারাপ কেন?
থ্যাঙ্কস এ লট! আই ট্রাই মাই বেস্ট :D

আপনি কি আস্তিক নাকি নাস্তিক?
আমি আস্তিক। আমি হজ পর্যন্ত করেছি। কিন্তু ব্লগ লিখি মাঝেমধ্যে

তাহলে নামের শুরুতে 'হাজী' লিখেন না কেন?
ইসলাম ধর্মে এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই

আস্তিক - নাস্তিক নিয়ে কিছু লিখবেন না?
ইনশাল্লাহ লিখবো ভবিষ্যতে

দেশের পরিস্থিতি নিয়ে কিছু বলবেন?
জ্বি .... "কিছু" .... হ্যাপী নাও?


যাই হোক ... এরকম আরো অনেক প্রশ্নের সম্মুখীন হই। মাথায় আরো কিছু আসলে ভবিষ্যতে আবার লিখব। সবাই ভালো থাকবেন। 

43 comments:

  1. আমি আস্তিক। আমি হজ পর্যন্ত করেছি। কিন্তু ব্লগ লিখি মাঝেমধ্যে
    এইদা পুরা এপিক একতা উত্তর (Y) সেইরাম ...

    ReplyDelete
  2. honestly
    shumon vaia
    apnar humor marattok level r

    ReplyDelete
  3. ভবিষ্যতে সেলেব্রিটি হলে আপনার এই পদ্ধতি কাজে লাগানো যাবে। হাহাহা

    ভালো থাকুন।

    ReplyDelete
  4. ভাইয়া আপনার সাইদুস খালেদ আইডি তে আমি কত আগে রিকুয়েস্ট পাথাইছি Aurthohin sonchay থেকে আপনি একছেপ্ত করেন নাই এখনো :'(

    bassbaba sumon এ তো রিকু পাথানই যায় না ...... :'(

    ...

    ReplyDelete
  5. বেজ আব্বু জিন্দাবাদ !

    ReplyDelete
  6. :) :)..bass baba..apni great..:D
    btw apnar gaan shunte shunte apnar e lekha blog porar mojai alada.:)
    Bhalo thakben.

    ReplyDelete
  7. sob question er ans e to dia disen.......ektao vul nai..brilliant student..eta jodi s.s.c xm er k ans script hoto nirghat A+ peye jeten.:D

    ReplyDelete
  8. Vai show kobe korben?? Setar ans to dilena

    ReplyDelete
  9. ভাই আমার একটা প্রস্ন ছিল,
    আপনি খ্যাপেন না কেন?

    ReplyDelete
    Replies
    1. খ্য্যাপেন কিন্তু আপনাদের সামনে খ্য্যাপেন না

      Delete
  10. ইয়াইইইইইইইইইইইইইইই !

    ReplyDelete
  11. Hajj korsi abar gaan bajna kori... lool

    ReplyDelete
  12. onek moja dilen, ami moja khailam :D

    dua kori ALLAH apnake bhalo rakhen.

    ReplyDelete
  13. ভেচ বাবা রিস্ক নিয়া পড়লাম, যাক ব্যথা পাইলাম না । বহুত আচ্ছা , মারহাবা ;)

    ReplyDelete
  14. vai purai kapaye disen.......lyk a hard rock laboratorian... (y)

    ReplyDelete
  15. awesome vai...........

    ReplyDelete
  16. :P স্যাড বাট ট্রু, ভৌতিষ্টি রিলেটেড কোশ্চেন গুলা একসময় আমিও আপনারে করছিলাম ভাই ;)


    ভালোই তো, দারুন লাগলো ব্লগ টা পড়ে ।

    ReplyDelete
  17. সুমন ভাই, সেলিব্রেটি হইতে আপনের আর খুব বেশি দেরী নাই। লেখালেখির জগতে আর কি!

    ReplyDelete
  18. odbhut rokomer moja pailam...joss

    ReplyDelete
  19. হাসতে হাসতে বিছানা থেকে পড়ে গেলাম!!!!!! :D

    ReplyDelete
  20. হাসতে হাসতে পেট ফাইটা গেল ।ANYWAYS, এখন যে প্রশ্ন টা করবো মনে হয় না ঐটা আর কেউ আপনারে করছে ।ভৌতিস্ট নাম টা ক্যামনে আসলো ?

    ReplyDelete
    Replies
    1. সুমন ভাইয়ের অনুপস্থিতিতে আমি আপনার answer দিয়ে দিলাম----------------------> " ভৌতিস্ট নাম টা আসার কারন হোলো অর্থহীন "।
      .....এটি কোন অর্থহীন,
      সেটা নিজ দ্বায়িত্বে বুঝেনিন

      Delete
  21. একটাই প্রশ্ন..."ক্যান্সার" গান টা লাইভ এ করবেন কবে?

    ReplyDelete
  22. সু + মন = কিন্তু আপনার তো সব ই ভয়ানক ধরনের সুন্দর যাকে বলা যায় ফুল প্যাকেজ (শুধু আপনার রাতের বেলার চশমা টা ছাড়া )ভাই আমার মন যখন অনেক খারাপ থাকে আপনার গান শুনি আপনার গান শুনলে অনেক শক্তি পাই শরীরে ও মনে কেন যেন মনে হয় আপনি কখনও হতাশ হন না এটা ভেবে আমার মধ্যের হতাশা ও কেটে যায় কেন জানি না যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আজ পর্যন্ত যে কত বার আপনি আমার মন ভাল করেছেন তার কোন হিসেব আমার কাছে নাই। আপনি ও আপনার গান হাজার বছর বেঁচে থাকুক এই কামনায় । Blacksoul jubo

    ReplyDelete
  23. হে হে .. বরই মচৎকার বলেছেন ।
    আপনি এতো মচৎকার করে কেমনে বলেন ??? :)

    ReplyDelete
  24. viha wan itz tym 4 u et ur strawberryz ???

    ReplyDelete
  25. খুব মজা, জটিল মজা, অস্থির মজা, বেশি মজা........................খালি মজা আর মজা।
    কিন্তু আমার কিছু question আছে---->

    1.আচ্ছা সুমন ভাই, আপনার নাম সুমন কেন????? এই নামটাও কি অর্থহীন???
    2।আপনি BassBaba কেনো??? আর আপনি যদি BAssBaba (i mean "father of BASS") হন, তাহলে BassMa কে???? আপনার KID (i mean bass) কেমন আছে????

    please answer me in my facebook id----> www.facebook.com/bx.s.up

    ReplyDelete
  26. আপনি কি আস্তিক নাকি নাস্তিক?
    আমি আস্তিক। আমি হজ পর্যন্ত করেছি। কিন্তু ব্লগ লিখি মাঝেমধ্যে ......... EPIC :D

    অফটপিকঃ
    একজন আমাকে বলছিল এই বাঁশবাবা টা কে ? :D

    ReplyDelete
  27. মজা পাইলাম :-D

    ReplyDelete
  28. Thanks Sumon vai, this idea is not bad.......happy to know that your Bhoutist is not dead.....lol

    ReplyDelete
  29. সুমন ভাই আপ্নারে পাইলে আমন থাপ্পর দিতাম যে আপনার চাপা খুইলা জাইব :P

    ReplyDelete
  30. ভাই আমার পাদ আসছে, দিমু? :p

    ReplyDelete
  31. vai apni matha nsto kora manush...hytba ajnnoi apnake beshi valobashi :)

    ReplyDelete