Monday, February 10, 2014

দুঃখী মানুষ

সবচেয়ে ভয়ের অনুভুতি হল একটি জনমানব শুন্য বাসায় গভীর রাতে কান্নার আওয়াজে ঘুম ভেঙ্গে যাওয়া, আর সবচেয়ে দুঃখের অনুভুতি হল কিছুক্ষন পর বুঝতে পারা যে কান্নার শব্দটা আসলে তোমার নিজের! ভয়ঙ্কর দুঃখী মানুষরা একা একা মনের অজান্তেও কাঁদে... মানুষের সান্ত্বনা পাবার জন্য শুধু অন্যের সামনেই কাঁদে না। এই মানুষগুলোর জীবন সুন্দর হোক। 

10 comments:

  1. অসাধারন বৈলছেন ভাই :)

    ReplyDelete
  2. সুমন ভাই , আপনার লেখায় মাধ্যমে কি আপনায় একা বাসায় থাকার জীবনাভূতি তুলে ধরেছেন । আপনি এত কিছু পারেন কিভাবে? আপনার গানের লিরিক্সে কি কঠিন আবেগ যরে আবার সেই আপনি ব্লগে এক একটা কামান ছাড়েন ।।
    by the way : অর্থহীনের নতুন এ্যালবাম পাচ্ছি কবে ?

    ReplyDelete
  3. আপনি যদি star Type কিছু নাও হতেন তাও আপনি আমার অনেক পছন্দের মানুষদের তালিকায় থাকতেন শুধুমাত্র আপনার এমন অসাধারণ ভাবে মনের অনুভূতি লেখার মাধ্যমে প্রকাশ করতে পারার দক্ষতার জন্য।
    আমার বাবার পরে আপনাকেই আমার অনুকরণীয় মনে করি। ভাল থাকুন bassbaba.

    ReplyDelete
  4. আপনি তো এবার সাহিত্তিক হয়ে গেলেন ...... তোবে কথাগুলো বাস্তব সত্ত......

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete